X
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
২৬ শ্রাবণ ১৪২৯

আয়ারল্যান্ডের ঠাণ্ডা কন্ডিশনে ভুগছেন চাহাল!

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২২, ১২:০২আপডেট : ২৭ জুন ২০২২, ১২:০৮

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা অবদান ছিল যুজবেন্দ্র চাহালের। ডাবলিনে কার্যকরী বোলিংয়ে সবচেয়ে কৃপণ বোলার ছিলেন এই লেগস্পিনার। ৩ ওভারে ১১ রান দিয়ে ১টি উইকেটও নিয়েছেন। অবশ্য এমন বোলিংয়ের দিনে আইরিশদের তীব্র ঠাণ্ডাতেও ভুগতে হয়েছে তাদের। ম্যাচের পর বললেন, ‘ওদের ভীষণ ঠাণ্ডা কন্ডিশনে খেলাটা খুব কঠিন।’

তীব্র ঠাণ্ডার সঙ্গে ছিল বৃষ্টি। তাতে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১২ ওভারে। ভারত টস জিতে আইরিশদের শুরুতে ব্যাটিংয়ে পাঠালে ৪ উইকেটে স্বাগতিকরা ১২ ওভারে করেছে ১০৮ রান। তাতে হ্যারি টেক্টরের ভূমিকাই ছিল বেশি। ৩৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৪ রানের ইনিংস উপহার দিয়েছেন। জবাবে দীপক হুদার ২৯ বলে অপরাজিত ৪৭ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ১২ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসে ভারত ৩ উইকেট হারিয়ে ৯.২ ওভারে জয় তুলে নিয়েছে।

তবে জয় পেতে কন্ডিশনের সঙ্গেও যে লড়তে হয়েছে সেটি জানিয়েছেন চাহাল, ‘ঠাণ্ডায় নিজেকে ফিঙ্গার স্পিনার মনে হচ্ছিল (হাসি)। অনেক সময় এটা সব কিছু কঠিন করে ফেলছিল। কিন্তু এই ধরনের পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়।’

সেখানে কতটা ঠাণ্ডা তার একটা উদাহরণও দেন তিনি, ‘পরিবেশটা খুবই ঠাণ্ডা। এই মুহূর্তে আমি তিনটা সোয়েটার পরে আছি।’

দুই ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেছে ১-০ তে। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

/এফআইআর/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
নতুন ভাড়ার তালিকা নেই গণপরিবহনে, যাত্রীদের ক্ষোভ
নতুন ভাড়ার তালিকা নেই গণপরিবহনে, যাত্রীদের ক্ষোভ
স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম
স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম
জাল-জালিয়াতিতে পণ্য খালাস, কারাগারে জেটি সরকার
জাল-জালিয়াতিতে পণ্য খালাস, কারাগারে জেটি সরকার
ফেনীর ওসিসহ ৬ জনের নামে যুবদল নেতার স্ত্রীর অভিযোগ
ফেনীর ওসিসহ ৬ জনের নামে যুবদল নেতার স্ত্রীর অভিযোগ
এ বিভাগের সর্বশেষ
স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম
স্বস্তির ম্যাচ জিতে আফিফ-এবাদতকে প্রশংসায় ভাসালেন তামিম
টি-টোয়েন্টি ফরম্যাটে মেয়েদের লিগ, শুরু ১৬ আগস্ট
টি-টোয়েন্টি ফরম্যাটে মেয়েদের লিগ, শুরু ১৬ আগস্ট
কম্বোডিয়া-নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
কম্বোডিয়া-নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
অনায়াস জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
অনায়াস জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
মোস্তাফিজের ছোবলে জয় দেখছে বাংলাদেশ
মোস্তাফিজের ছোবলে জয় দেখছে বাংলাদেশ