X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের মিশন এবার সাদা বলে, দল জানালো উইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ২৩:৪৩আপডেট : ২৯ জুন ২০২২, ০০:১২

টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল বাংলাদেশের। দুই টেস্টেই বাজেভাবে হেরেছে সাকিব আল হাসানরা। মিশন এবার সাদা বলের। ক্যারিবিয়ান অঞ্চল সফরে তিন টি-টোয়েন্টির পর তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই দুই ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টিতে নিকোলাস পুরানের ডেপুটি করা হয়েছে রোভম্যান পাওয়েলকে। একই সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ডেভন থমাস ও অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি।

সীমিত ওভারের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। প্রথম টি-টোয়েন্টি ২ জুলাই, দ্বিতীয় ম্যাচ পরের দিনই। এই দুটি ম্যাচই হবে ডমিনিকায়। শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই হবে গায়ানায়।

কুড়ি ওভারের মিশন শেষ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ নামবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। প্রথম টি-টোয়েন্টি ১০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই। তিনটি ম্যাচই হবে গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে।

উইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র। রিজার্ভ: ডমিনিক ড্রাকস।

উইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, কেচি কার্টি, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেডেন সেলস। রিজার্ভ: রোমারিও শেফার্ড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা