X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৪৪৬ রানের ম্যাচে ‘বাজি’ ধরেছিলেন ভারত অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২২, ১৮:০৯আপডেট : ২৯ জুন ২০২২, ১৮:৩৮

২২৫ রান। টি-টোয়েন্টিতে এই স্কোরে নির্ভার থাকা যায়। তার ওপর প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, তখন ভারতীয় সমর্থকরা হয়তো ভেবেছিলেন, অনায়াসে জয় আসবে। কিন্তু আইরিশরা শেষ বল পর্যন্ত রেখেছিল ম্যাচের উত্তেজনা। যদিও ৪ রানে হারতে হয়েছে তাদের। শেষ ওভারে আইরিশদের দরকার ছিল ১৭ রান। ওই সময় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বল তুলে দিয়েছিলেন উমরান মালিকের হাতে। তাকে বল দেওয়ার কারণ ব্যাখ্যায় হার্দিক জানিয়েছেন, ওই মুহূর্তে তিনি বাজি ধরেছিলেন।

ডাবলিনের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দীপক হুডা সেঞ্চুরি পেয়েছেন। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পূরণ করে খেলেন ১০৪ রানের ইনিংস। ৫৭ বলের ঝড়ো ইনিংসটি তিনি সাজান ৯ বাউন্ডারি ও ৬ ছক্কায়। এছাড়া ওপেনিংয়ে নেমে সঞ্জু স্যামসন ৪২ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৭৭ রান। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২৫ রান করে ভারত।

কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে ২২১ রান করতে পারে আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ডি বালবির্নি (৩৭ বলে ৬০) ও পল স্টারলিংয়ের (৪০) ঝড়ে শক্ত ভিত পায় স্বাগতিকরা। সেই ভিতের ওপর দাঁড়য়ে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জর্জ ডকরেল (১৬ বলে ৩৪*) ও মার্ক এডির (১২ বলে ২৩*)।

যদিও তারা শেষ ওভারে ১৭ রানের প্রয়োজনীয়তা মেটাতে পারেননি। আয়ারল্যান্ড থামে ৪ রান দূরে থাকতে। অর্থাৎ, ভারতের ২২৫ রানের জবাবে আইরিশদের ২২১ রান। কুড়ি ওভারের ক্রিকেটে ৪৪৬ রানের ম্যাচ! যে ম্যাচের শেষ অংশে নায়ক অবশ্যই উমরান। টানটান উত্তেজনার ওই সময় হার্দিক বল তুলে দিয়েছিলেন এই পেসারের হাতে। শুরুর দিকে রান দিলেও পরে তিনি লাগাম টেনে ধরেন।

উমরানকে বল দেওয়া প্রসঙ্গে হার্দিক বলেছেন, ‘সত্যি বলতে আমি একটুও চিন্তিত ছিলাম না। আমি চাপমুক্ত থাকতেই পছন্দ করি। উমরানের গতির ওপর আমি বাজি ধরেছিলাম। জানতাম ওর যে গতি আছে, তাতে মারা কঠিন হবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে