X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তাইজুল ফিরছেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৮:৫৮আপডেট : ২৯ জুন ২০২২, ১৮:৫৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। টেস্ট দল দুই-একদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। তবে এই দলে থাকা তাইজুল ইসলাম ফিরছেন না। ইতিমধ্যে সীমিত ওভারের দলের সঙ্গে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় গিয়েছেন বাঁহাতি স্পিনার। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ওয়ানডে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে তাকে।

সাকিব আল হাসান ওয়ানডে স্কোয়াডে থাকলেও এই ফরম্যাটে খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের জায়গায় তাইজুলকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। বাঁহাতি এই স্পিনার ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন।

সাকিবের ওয়ানডে না খেলার গুঞ্জন বেশ পুরনো। যদিও নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা বিসিবির কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি বিষয়টি। উল্টো তাকে রেখেই তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডে সিরিজ খেলা নিয়ে সাকিবকে প্রশ্ন করা হলে তার উত্তর ছিল, ‘ওয়ানডে স্কোয়াডে আমাকে রাখা হয়নি? আছি তো।’

ওয়ানডে স্কোয়াডে সাকিব বাদেও বাঁহাতি স্পিনার ছিলেন নাসুম আহমেদ। তাইজুলকে যুক্ত করে দলের অভিজ্ঞতা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজের ব্যর্থ মিশন শেষে দেশে ফেরার বিমান ধরেছেন মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ।

ডমিনিকায় ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে ৩ জুলাই দ্বিতীয় ম্যাচ। ৬ জুলাই গায়ানায় হবে শেষ টি-টোয়েন্টি। এরপর গায়ানাতেই তিন ম্যাচের ওয়ানডের সবকটি খেলবে বাংলাদেশ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ