X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চার বছর পর এলো সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৪:০৮আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৪:০৮

২০১৯ সালের সেপ্টম্বর-অক্টোবর। সময়ের হিসাব বলছে প্রায় চার বছর। বাংলাদেশ ‘এ’ দলের সবশেষ সিরিজের ঘটনা এতদিন আগেই। সেবারের শ্রীলঙ্কা সফরের পর লম্বা বিরতি দিয়ে ‘এ’ দলের সামনে আবার এসেছে ম্যাচ খেলার সুযোগ। আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দলটি। ক্যারিবিয়ান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। সব ম‌্যাচই হবে সেন্ট লুসিয়ার ড‌্যারেন স‌্যামি ক্রিকেট স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে।

দুই দলের সিরিজ শুরু হবে চার দিনের ম‌্যাচ দিয়ে। ৪ আগস্ট শুরু প্রথম চার দিনের ম্যাচ। ৭ আগস্ট প্রথম ম্যাচ শেষে দুই দিন বিরতির পর দ্বিতীয় চার দিনের ম‌্যাচ শুরু ১০ আগস্ট। সাদা পোশাকের ম‌্যাচ দুটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। অন্যদিকে তিনটি একদিনের ম‌্যাচ হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সকাল ৯টা ৩০ মিনিটে প্রতিটি ম‌্যাচ শুরু হবে।

প্রায় চার বছর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দল সবশেষ ম‌্যাচ খেলেছিল। সেবার চার দিনের ম্যাচের নেতৃত্বে ছিলেন মুমিনুল হক আর ওয়ানডের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মিঠুন। এবারের সফরে নেতৃত্বে না থাকলেও এই দুজনের দলে থাকার সম্ভাবনা প্রবল।

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, “এ’ দলের সিরিজ খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে মেলে ধরতে বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক সূচি এখন আগের থেকে অনেক ব‌্যস্ত। ক্রিকেটারদের তাই নিজেদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার জন‌্য প্রস্তুত থাকতে হয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা