X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ওয়ানডে বলেই গর্ব খুঁজে পাচ্ছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২২, ১১:৫৯আপডেট : ১০ জুলাই ২০২২, ১১:৫৯

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর বাংলাদেশের জন্য এখন পর্যন্ত অস্বস্তির। ধারাবাহিক ব্যর্থতায় অধিনায়ক বদল হয়েছিল টেস্টের। কিন্তু পাঁচদিনের ফরম্যাটসহ টি-টোয়েন্টিতে যেমন পারফরম্যান্স দেখা গেছে। তাতে এই সফরে আশান্বিত করার মতো কিছু দিতে পারেনি সফরকারীরা। তাই রবিবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাটকে ঘিরেও (ওয়ানডে সিরিজে) উঠছে একই প্রশ্ন। বাংলাদেশ দল কি পারবে ভাগ্য বদলাতে? নিজেদের সবচেয়ে পছন্দের আর স্বাচ্ছন্দ্যের সংস্করণ হলেও টানা পরাজয়ের ভেতরে থাকা দলের জন্য কাজটা যে ভীষণ কঠিন।

তবু ৫০ ওভারের ক্রিকেট বলে কঠিন সময়েও গর্ব খুঁজে পাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। শনিবার গায়ানায় তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় একটা সফরে যখন ম্যাচ জিততে পারছেন না, তখন সেটা সব সময় কঠিন। সঙ্গে আরও মনে রাখতে হবে এটা এমন ফরম্যাট, যেখানে আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। আমরা এই ফরম্যাটে অনেক ভালো দল কোনও সন্দেহ নেই। কিন্তু যতই ভালো খেলি না কেন, নির্দিষ্ট দিনে সব দিক থেকেই ভালো খেলতে হবে- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

নিজেদের হারিয়ে খুঁজতে থাকা বাংলাদেশ দল এখন সামনের দিকে ভালো কিছু করার প্রত্যাশায়। তামিম তাই মনে করছেন, ‘এখানে সবাই সামনের দিকে তাকিয়ে, শুধু আমি নই। আমার ব্যক্তিগত ভাবে গিয়ে প্রত্যেকটা মানুষকে অনুপ্রেরণা দেওয়ার দরকার পড়বে না। তারা সবাই জাতীয় দলের হয়ে দেশের জন্য খেলছে।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ খুব ভালো দল-এটা প্রতিষ্ঠিতই। ক্যারিবীয়দের বিপক্ষে পরিসংখ্যানও বেশ উজ্জ্বল। বাংলাদেশের বিপক্ষে শেষ ৮ ওয়ানডের একটিও তারা জিততে পারেনি। ১০টির ভেতরে জয় মাত্র ১টি। এই সিরিজে স্বাভাবিক ভাবেই বাংলাদেশ ফেভারিট। তবে পরিসংখ্যান বাদ দিয়ে মাঠের ক্রিকেটের দিকে মনোযোগ ওয়ানডে অধিনায়কের, ‘এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, টি-টোয়েন্টি বলেন টেস্টে বলেন। আশা করছি, ওয়ানডেতে ইতিবাচক কিছু হবে, এটা এমন এক ফরম্যাট যেখানে আমরা স্বাচ্ছন্দ্যে খেলি। একই সঙ্গে বলতে হয় ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো খেলছে। তাই আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

এদিকে ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ ঠিকমতো অনুশীলন করতে পারেনি। ম্যাচের আগের দিন শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গিয়ে মাত্র কয়েক বল অনুশীলন করা গেছে। বৃষ্টির বাধায় অনুশীলন অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয়েছে। যদিও এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না ওয়ানডে অধিনায়ক, ‘অনুশীলন নিয়ে তো সন্তুষ্ট হওয়ার কোন কারণই নেই। ৭/৮ দিন হয়ে গেছে আমি ব্যাটিংটাই করতে পারিনি। আজকে সুযোগ ছিল এসেছি। বৃষ্টির কারণে দুই বল খেলে তা বাতিল করতে হয়েছে। আর বৃষ্টিও আমরা প্রেডিক্ট করতে পারি না। অনুশীলন সব সিডিউল করা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আবহাওয়ার কারণে সেটি হয়নি। আমরা কেবল মানসিকভাবেই প্রস্তুতি নিতে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
হেলিকপ্টারে এসে শোরুম উদ্বোধন করলেন তামিম ইকবাল
সর্বশেষ খবর
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি এম মোফাজ্জল হোসেন
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি এম মোফাজ্জল হোসেন
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট