X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিনিয়ররা কেন দলে নেই, ব্যাখ্যা দিলেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৯:১০আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৯:১০

দুই দিন আগে জিম্বাবুয়ে সফরের জন্য দুই ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ও ২৭ জুলাই দুই ভাগে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল। এবারের সফরে নেই কোনও সিনিয়র ক্রিকেটার। সাকিব আল হাসান ছুটিতে, আর তামিম ইকবাল কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বাকি দুই ক্রিকেটার- মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়ায় নুরুল হাসান সোহান পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টির নেতৃত্ব।

দুই সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পর ক্রিকেট পাড়ায় আলোচনা- এই ফরম্যাটে নতুন করে শুরু করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও জানিয়েছেন, নতুন ব্র্যান্ডের টি-টোয়েন্টি দলের কথা। তবে সেটি সহসাই করতে পারছে না বিসিবি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথাতে তেমনই ইঙ্গিত।

আজ (সোমবার) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জিম্বাবুয়ে সফরে থাকা ক্রিকেটারদের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করে বিসিবি। সেখানেই সিনিয়রদের প্রতি বিসিবির পূর্ণ আস্থা থাকার কথা জানান সুজন, ‘একটা না একটা সময় আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেটা তো একটা বড় ব্যাপার। কিন্তু ট্রানজিশন পিরিয়ড যে এখনই শুরু হয়ে গেছে, আমি সেটা বলবো না। আমরা বিশ্বাস করি, সিনিয়রদের এখনও অ্যাবিলিটি আছে। আমি মনে করি, জুনিয়রদের ঠিকমতো তুলে ধরা আমাদের কাজ।’

জুনিয়রদের পরখ করে দেখতেই জিম্বাবুয়ে সিরিজে দুই সিনিয়রকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুজন বলেছেন, ‘এই একটা ফরম্যাটে অনেকে বলেছিল, পরীক্ষা নাকি? আসলে এটা পরীক্ষা না। এই ফরম্যাটে আমরা এখনও নিজেদেরকে মেলে ধরতে পারিনি। বেসিক্যালি রিয়াদ, মুশফিক স্কোয়াড থেকে বাদ হয়ে গেলো, কিংবা সাকিব বাদ হয়ে গেলো- বিষয়টা এটা না; আমার মনে হয় যে, আমরা কিছু ছেলেদের দেখতে চাই। তাদের সেরা জায়গাগুলোতে খেলিয়ে তাদের দেখতে চাই তারা কী করে। আমরা তো এদের (সিনিয়র) সম্পর্কে জানি। সিনিয়রদের সম্পর্কে আমাদের জানা আছে, তারা কী পারে না পারে।’

সুজন আরও বলেছেন, ‘একটা ছেলেকে আমরা সুযোগ দিলাম বা এক ইনিংস সুযোগ পেলো, মুনিম শাহরিয়ারের কথা যদি বলি- দুটো টি-টোয়েন্টি সিরিজে মাত্র দুটো ম্যাচ খেলেছে। একটাতে ইনজুরি ছিল, আরেকটা পারফরম্যান্সের কারণে। আমার মনে হয় যে, পুরো সিরিজটাই খেলার সুযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য। প্লেয়ারদের একটা ম্যাচ খেলার পর গ্যাপ দিয়ে আরেকটা ম্যাচ খেলিয়ে আপনি জাজ করতে পারবেন না। জাজমেন্টের জন্য সময় দেওয়া দরকার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা