সেন্ট লুসিয়ায় বাংলাদেশ জাতীয় দল ভুগেছে। এবার একই পথে বাংলাদেশ ‘এ’ দল। মিঠুন-নাঈমের লড়াইয়ের পর বাংলাদেশ ১৬৭ রান করতে পারে। দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে করেছে ১৬৫। সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ ‘এ’ দল।
আগের দিন ৯১ রানে ৬ উইকেট হারানোর পর হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নাঈম হাসানের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে দিন শেষ করেছিলেন। দ্বিতীয় দিনে এই জুটি বড় আশা দেখালেও শেষ পর্যন্ত আর ৮ রান যোগ হতেই সাজঘরে ফেরেন মিঠুন। মূলত তার একার লড়াইয়ে প্রথম ইনিংসে কোনোমতে ১৬৭ রান করে অলআউট হয় বাংলাদেশ। ৮৫ বলে ৮ চারে মিঠুন নিজের ৫০ রানের ইনিংসটি খেলেন। নাঈমের ব্যাট থেকে আসে ৬০ বলে ২৭ রান। তৃতীয় সর্বোচ্চ ২০ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে।
উইন্ডিজের হয়ে একাই ৫ উইকেট নেন মারকুইনো মিন্ডলে।
বাংলাদেশ ‘এ’ দলকে অলআউট করে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৬৫ রান করে দিন শেষ করেছে স্বাগতিকরা। টেভিন ইমলাচ ২৩ ও জোশুয়া দা সিলভা ১৪ রানে অপরাজিত আছেন। ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ৪৮ রান করেন ত্যাগনারাইন চন্দরপল। এছাড়া কার্টি ৩৭ ও সোলোজানো ৩২ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা ও নাঈম হাসান।
/আরআই/কেআর/