X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আফগান স্পিনে দিশেহারা সাকিবরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ২০:৪৮আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২১:৩৩

আফগানিস্তানের বোলিং নিয়েই যত ভাবনা বাংলাদেশের। বিশেষ করে স্পিন। ম্যাচ শুরুর পর সেই স্পিন বোলিংয়েই বিপর্যস্ত লাল-সবুজ জার্সিধারীরা। মুজিব উর রহমানের ছোবলে শুরুতেই বিদায় নেন দুই ওপেনার। অনেক দিন পর ফেরা নাঈম শেখ কিংবা এনামুল হক কেউই কিছু করতে পারেননি। পরবর্তীতে ব্যর্থতার খাতা ভারি করেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

আজ (মঙ্গলবার) এশিয়া কাপের লড়াইয়ে শারজা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর ১৬ ওভারে ৬ উইকেটে ৯৫ রান।

৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছিলেন নাঈম। শুরুতে এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও ওপেনিং সমস্যার কারণে পরে তাকে যোগ করে টিম ম্যানেজমেন্ট। আজ নিজেদের প্রথম ম্যাচে একাদশেও জায়গা পেয়ে যান তিনি। তবে সুযোগটা কাজে লাগাতে পারলেন না। ৬ মাস পর ফিরে করলেন ৬ রান! মুজিবের প্রথম শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। আফগান স্পিনারের বলে বোল্ড হয়ে যান তিনি।

নাঈম ফেরার পর ব্যর্থ এনামুলও। এশিয়া কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারেননি ডানহাতি ওপেনার। ১৪ বল খেললেও করেন মাত্র ৫ রান। ওই মুজিবের দ্বিতীয় শিকার হন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। ফলে মাত্র ১৩ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল ওপেনিং নিয়ে। কাদের দেখা যাবে ইনিংস শুরু করতে? কোনও চমক নয়, স্বীকৃত ওপেনারদের দিয়েই ইনিংস শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার এনামুল হক ও নাঈম শেখ। এনামুল সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে খেললেও নাঈম ফেরেন অনেক দিন পর।

ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সাকিব। মুশফিকুর রহিম চারে। ‘প্রমোশন’ পেয়ে পাঁচে আফিফ হোসেন। পরের পজিশনগুলোতে মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডারও ফিরেছেন লম্বা সময় পর। সাইফউদ্দিনকে নিয়ে বাংলাদেশ নেমেছে তিন পেসার নিয়ে। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

/কেআর/
সম্পর্কিত
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!