X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে বিদায় করা দুই দলের লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:১২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮

ম্যাচটি বাংলাদেশের হতে পারতো। উত্তেজনার সাগরে ডুব দেওয়ার সুযোগ থাকতো কোটি বাংলাদেশির। কিন্তু আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় আগেভাগেই এশিয়া কাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানদের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাই বাংলাদেশ এখন দর্শক। আক্ষেপ-হতাশা জড়িয়ে দেখতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা। যে দুই দলের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ, সেই তাদের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপে সুপার ফোরের লড়াই।

আজ (শনিবার) শারজা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছে আফগানিস্তান। গ্রুপ পর্বে দুটো ম্যাচ জিতেই সুপার ফোর নিশ্চিত করেছে তারা। তবে শ্রীলঙ্কা অনেকটা ‘ভাগ্যের জোরে’ গিয়েছে এই রাউন্ডে। কারণ আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিপক্ষেও হারের পরিস্থিতিতে পড়েছিল। তবে শেষ দিকের নাটকীয়তায় রোমাঞ্চকর ম্যাচ জিতে বাংলাদেশকে হতাশ করে উঠে যায় সুপার ফোরে।

সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপ শুরু হয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে। ‍সুপার ফোরের শুরুতেও তারা প্রতিপক্ষ। গ্রুপ পর্বের লড়াইয়ে আফগানদের কাছে পাত্তাই পায়নি লঙ্কানরা। দুর্দান্ত বোলিংয়ের পর আগ্রাসী ব্যাটিংয়ে মোহাম্মদ নবিরা পেয়েছিল সহজ জয়। ফলে আজকের লড়াইটি দাসুন শানাকাদের জন্য প্রতিশোধেরও।

সাম্প্রতিক পারফরম্যান্সে, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে আগের লড়াই হিসাব করলে এগিয়ে আছে আফগানরা। তাছাড়া দুর্দান্ত বোলিং আক্রমণের সঙ্গে ব্যাটিংয়েও তারা গভীরতা দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে। রশিদ খান ‍ও মুজিব উর রহমানের স্পিন প্রথম ম্যাচে সামলাতে পারেনি লঙ্কানরা। সুপার ফোরের লড়াইয়ে তাদের সামলে উঠতে পারে কিনা, সেটাই দেখার।

তবে শ্রীলঙ্কার এগিয়ে চলার পথে অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশ ম্যাচ। হারতে বসা ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে তারা। সেই আত্মবিশ্বাস নিয়েই আফগানদের মুখোমুখি হতে যাচ্ছে লঙ্কানরা।

/কেআর/
সম্পর্কিত
‘ভয়ঙ্কর’ ভারতের প্রশংসা করলেন শোয়েব
ম্যাচসেরার পুরস্কারের টাকা নিলেন না সিরাজ
স্বপ্নের মতো লাগছে: সিরাজ
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া