X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রোহিতের ভয় ‘মিরপুরের গ্যালারি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৪৪

ফিফা বিশ্বকাপ চলছে। গোটা দুনিয়ার আগ্রহ সেদিকেই। এই অবস্থায় মিরপুরে রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ। তাতেও আটকে নেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। ম্যাচের আগের দিনই টিকিট নিয়ে হাহাকার। টিকিট বিক্রির যে খবর, তাতে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হওয়ার কথা। প্রথম ম্যাচে ভরা গ্যালারির খবরে অস্বস্তিতে ভারত! সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে গেছেন, সাকিব-মুশফিকদের চেয়েও তাদের ভয় মিরপুরের গ্যালারির গর্জন নিয়ে।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এখানে (গ্যালারিতে) বেশি সমর্থন পাবো না (হাসি)…। হ্যাঁ (গ্যালারির দর্শকদের কারণে) ভারত কিছুটা চাপে থাকবে। এখানের দর্শক উপস্থিতি ভীতি জাগানিয়া হতে পারে। এতে সন্দেহ নেই। তারা ক্রিকেটের আবেগময় সমর্থক এবং সবসময় দলের পাশে থাকে। দলের জন্য এটা রোমাঞ্চকর।’

দর্শকদের ভয়ে ভীত হলেও মাঠের লড়াইয়ে কিন্তু এগিয়ে ভারত। এখন পর্যন্ত দুই দল ৩০টি ওয়ানডে খেলেছে। যার মধ্যে ৫টিতে জিততে পেরেছে বাংলাদেশ। এই ৫ জয়ের আবার চারটি ঘরের মাঠে। ফলে ঘরের মাঠে আরও একটি সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী বাংলাদেশি শিবির। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে মাহেন্দ্র সিং ধোনির দল ওয়ানডে সিরিজ হেরেছিল।

৭ বছর পর আরও একটি ওয়ানডে সিরিজের আগে রোহিত শর্মা জানিয়ে গেছেন এখানে জেতাটা সহজ হবে না, ‘আমরা তাদের চেনা পরিবেশে খেলবো। সব বিভাগেই তারা আমাদের চ্যালেঞ্জ জানাবে বলে প্রত্যাশা করি। এখানে জিততে হলে আমাদের সেরাটা খেলতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচের প্রসঙ্গ টেনে রোহিত বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ক্লোজ ম্যাচ ছিল। ২০১৫ সালে এখানে সিরিজ হেরেছি। শেষ কয়েক বছর ধরে দল হিসেবে তারা খুব উন্নতি করেছে। আমাদের সেরা খেলাটা খেলতে হবে জয়ের জন্য। এটা আমাদের জন্য সহজ কিছু হবে না’

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!