X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চার্লসের টর্নেডো সেঞ্চুরিতে ম্লান তামিম-হোপের দুর্দান্ত ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ২২:৩১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২২:৩১

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান বন্যায় ম্যাচে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবালের ৯৫ ও শাই হোপের ৯১ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে খুলনা টাইগার্স ২১০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল। সেই রান ১০ বল আগেই টপকে যায় কুমিল্লা জনসন চার্লসের দানবীয় ব্যাটিংয়ে। তার ৫৬ বলে ১০৭ রানের ইনিংসে তিন বারের চ্যাম্পিয়নরা ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পায়।

সিলেট স্টেডিয়ামে ২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে যায় কুমিল্লা। তাদের গুরুত্বপূর্ণ ব্যাটার খুলনার পেসার শফিকুল ইসলাম পেসে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার বিদায়ের পর ইমরুলও বেশিক্ষণ ঠিকতে পারেননি (৫)। এর পর তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও জনসন চার্লস মিলে ১২২ রানের জুটি গড়েন। রিজওয়ান ৩৯ বলে ৭৩ রান করে আউট হলেও চালর্স বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ৫৬ বলে ৫ চার ও ১১ ছক্কা সিলেটে টর্নেডো এক ইনিংস খেলেন তিনি। আর তাতেই ১০ বল আগে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।

খুলনার বোলারদের মধ্যে শফিকুল, নাসুম আমাদ বাট একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৩ রান উঠতেই ওপেনার মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরেন। এরপর তামিম ইকবাল ও শাইহোপ মিলে দ্বিতীয় উইকেটে বিপিএলের সর্বোচ্চ রানের জুটি গড়েন। ১০৪ বলে খুলনার দুই ব্যাটার ১৮৪ রান তোলেন। তামিম ৫ রানের জন্য বিপিএলের তৃতীয় সেঞ্চুরি বঞ্চিত হন। শেষ ওভারের প্রথম বলে মোসাদ্দেককে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডালি লাইনে দাঁড়ানো খুশদিল শাহাকে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৬১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলেন তামিম।

তামিম আউটের পর সুযোগ ছিল শাই হোপের সেঞ্চুরি তুলে নেওয়া। কিন্তু শেষ ওভারে ১ বারই স্ট্রাইক পান ক্যারিবিয় এই ক্রিকেটার। ১ বলে ১ রান নিয়ে শেষ পর্যন্ত ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। ৫৫ বলে ৫ চার ও ৭ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ব্যাটার। এরপর আজম খান ৪ বলে ১২ রান করলেও খুলনার স্কোর গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ২১০।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের মধ্যে মোসাদ্দেক হোসেন ও নাসিম শাহ একটি করে উইকেট নিয়েছেন।

 

/আরআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা