X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের পর জিম্বাবুয়ের হয়েও টেস্ট খেলতে যাচ্ছেন ব্যালান্স

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২২

জন্মভূমি জিম্বাবুয়ের হয়েই ক্রিকেট খেলা শুরু করেছিলেন গ্যারি ব্যালান্স। খেলেছেন জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলে। পরে ইংল্যান্ডে পাড়ি জমালে সেখানেই সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৩ টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। গত বছর ইয়র্কশায়ার তাকে ছেড়ে দিলে জিম্বাবুয়েতে আবার ফিরে আসেন তিনি।

বাঁহাতি এই ব্যাটার গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকও করেছেন। এবার সাদা পোশাকে জন্মভূমির হয়ে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের দুই টেস্টের সিরিজের দলে জায়গা পেয়েছেন। তাতে ২০১৭ সালের পর আবার সাদা পোশাকে দেখা যাবে তাকে।

অভিজ্ঞদের অনুপস্থিতিতে ১৬ সদস্যের জিম্বাবুয়ে দলে নতুন মুখ রয়েছে অনেক। শন উেইলিয়ামস বুলাওয়ে টেস্ট খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন। যিনি তিন বছর পর প্রথম টেস্ট খেলতে নামবেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থাকায় সিরিজে খেলা হচ্ছে না মারকুটে দুই ব্যাটার সিকান্দার রাজা ও রায়ান বার্লের। চোটে রয়েছেন পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।

কুইন্স স্পোর্টস ক্লাবে টেস্ট সিরিজ শুরু হবে আগামী শনিবার। তাতে ১৮ মাস বিরতি দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছে আফ্রিকার দেশটি।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড:

গ্যারি ব্যালান্স, চামুনোরা চিভাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, জয়লর্ড গাম্বি, ইনোসেন্ট কাইয়া, তানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, কুদজাই মুনজে, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও তাফাদজোয়া সিগা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!