জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্যাপ পান শামার জোসেফ। অভিষেকেই বল হাতে আগুন ধরান। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক জয়ের নায়ক এবার হলেন জানুয়ারির সেরা খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির মাসসেরা হয়েছেন তিনি।
ইংল্যান্ডের ওলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে হারিয়ে পুরস্কারটি জিতেছেন শামার। এই ক্যারিবিয়ান পেসার আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নজর কেড়ে নিয়েছেন। ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির টেস্টে অজিদের দ্বিতীয় ইনিংসে ৬৮ রান দিয়ে নেন ৭ উইকেট। ২৭ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতে ক্যারিবিয়ানরা।
ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্কের ইয়র্কারে পায়ের চোটে পড়েছিলেন শামার। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেও পরের দিন ব্যাথা জয় করে বল হাতে আগুন ধরান। প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে তুলে নেন ৭ উইকেট।
তার আগে প্রথম টেস্টে ইনিংসে পাঁচ উইকেটও নেন শামার। ১৩ উইকেট নিয়ে ও ৫৭ রান করে হয়েছে সিরিজের সেরা খেলোয়াড়।
এই পুরস্কার সতীর্থ ও ভক্তদের উৎসর্গ করেছেন শামার, ‘এই পুরস্কার জিতে আমি চরম আনন্দিত। বিশ্ব মঞ্চে এই ধরনের পুরস্কার পেয়ে বিশেষ অনুভূতি হচ্ছে। অস্ট্রেলিয়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। বিশেষ করে গ্যাবায় শেষ দিনের জাদুকরী মুহূর্তগুলো। ম্যাচ জিততে উইকেট নেওয়া ছিল স্বপ্ন।’