অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলের বিরুদ্ধে কোকেন বেচাকেনায় সম্পৃক্ততা থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম এই রিপোর্ট করেছে।
অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার কোকেন কেনাবেচা করতে সাহায্য করার জন্য ধরা পড়েন। তবে বড় ধরনের ড্রাগ ডিলের সঙ্গে তিনি জড়িত ছিলেন এমন কোনও প্রমাণ না থাকায় সেই অভিযোগ থেকে রেহাই পেয়েছেন। ২০২১ সালের এপ্রিলে ৩ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে এক কিলোগ্রাম কোকেনের ডিল করার অভিযোগ থেকে ৫৪ বছর বয়সী লেগ স্পিনারকে খালাস দিয়েছে সিডনি জেলা আদালত। তবে এই ডিলের সঙ্গে তার যোগ পাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৮ সপ্তাহ পরে ম্যাকগিলকে শাস্তি দেওয়া হবে।
এই রায় ঘোষণার সময় ম্যাকগিল আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এদিকে তার সাজার শুনানি আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে অজি সংবাদমাধ্যমের আরও দাবি, ম্যাকগিল সিডনির উত্তর উপকূলে তার রেস্তোরাঁর নীচে ড্রাগ ডিল করার জন্য সুবিধা দিয়েছিলেন এবং সেখানেই চুক্তিটি হয়েছিল বলে অভিযোগ।
ম্যাকগিল আদালতে স্বীকার করেছেন যে, তিনি নিয়মিত ডিলারের কাছ থেকে অল্প পরিমাণে কোকেন কিনতেন। তবে তিনি বড় ব্যবসার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না।
ম্যাকগিল অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি ১৮৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৭৪টি উইকেট নিয়েছেন। শেন ওয়ার্নের কারণে অস্ট্রেলিয়ার হয়ে বেশি দিন খেলতে পারেননি তিনি। কারণ সেই সময়ে অস্ট্রেলিয়ার এক নম্বর স্পিনার ছিলেন ওয়ার্ন।