X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ব্যাটের মাপ পরীক্ষায় ‘ফেল’ নারিন-নর্কিয়া

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ১৮:২১আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:২১

মুল্লানপুরে মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন ও আনরিখ নর্কিয়া ব্যাটের মাপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। মাত্র ১১২ রানের লক্ষ্যে নেমে তাদের দলও হেরে গেছে ১৬ রানে। 

পাঞ্জাবের ১১১ রানের জবাবে ব্যাট করতে নামার সময়ের ঘটনা। ডাগআউটের পাশে দাঁড়িয়ে ব্যাটারদের ব্যাট পরীক্ষা করছিলেন রিজার্ভ আম্পায়ার সৈয়দ খালিদ। কলকাতা ওপেনার নারিন ও অঙ্গক্রিশ রাঘুবংশী একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন। নারিনের ব্যাট মাপ পরীক্ষায় উতরে যেতে পারেনি। ক্যারিবিয়ান অলরাউন্ডার এনিয়ে খালিদের সঙ্গে কথা বলেন। তবে রাঘুবংশীর ব্যাট এই পরীক্ষায় উতরে যায়।

পছন্দের ব্যাট দিয়ে ব্যাটিং করতে না পেরে নারিন ৫ বলে চার রান করে থামেন। রাঘুবংশীর ২৮ বলে ৩৭ রান কলকাতার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

শেষ দিকে নর্কিয়া মাঠে নামার পর অনফিল্ড আম্পায়ার মোহিত কৃষ্ণান্দ ও সাইদর্শন কুমার তার ব্যাটের মাপ পরীক্ষা করেন। সেখানে ব্যর্থ হন প্রোটিয়া তারকা। তখনই ডাগআউট থেকে রহমানুল্লাহ গুরবাজকে দিয়ে তার ব্যাট বদলানো হয়। এবারের আইপিএলে প্রথমবার কোনও দলের দুই ক্রিকেটার ব্যাট পরীক্ষায় ব্যর্থ হলেন। 

বোর্ডের নিয়ম, কোনও ব্যাট চওড়ায় ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেন্টিমিয়ারের বেশি হতে পারবে না। ব্যাট ২.৬৪ ইঞ্চি বা ৬.৭ সেন্টিমিটারের বেশি মোটা হতে পারবে না। ব্যাটের ধার ১.৫৬ ইঞ্চি বা ৪ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। ব্যাটের ওজন ব্যাটারেরা নিজেদের সুবিধা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবেন। তবে বাকি তিনটি মাপ বোর্ডের দেওয়া মাপের থেকে বেশি কোনোভাবেই করা যাবে না।

/এফএইচএম/
সম্পর্কিত
হায়দরাবাদকে হারিয়ে মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়
ক্লাসেনকে টপকে অনন্য মাইলফলকে হেড
আইপিএলে ব্যাট মেপে দেখতে আম্পায়ারদের কড়াকড়ি 
সর্বশেষ খবর
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা