X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস পরিকল্পনা মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৪

মুস্তাফা কামাল বাংলাদেশের ফুটবল উন্নয়নে সরকারের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে প্রচার মাধ্যমকে একথা বলেন তিনি। 

ফুটবলে যে সময়টা ভালো যাচ্ছে না, সেটা জানেন মুস্তাফা কামাল, ‘বাংলাদেশের ফুটবলে কঠিন সময় চলছে বলা যায়। ফুটবল খারাপ করছিল না। তবে একটি টুর্নামেন্টে দল খারাপ করেছে বলে পুরো ফুটবলই খারাপ হয়ে গেছে, এটি আমি ঠিক মনে করি না। খেলাধুলায় উত্থান-পতন হয়, ফুটবলেও তা হয়েছে।’ সঙ্গে যোগ করলেন, ‘মূল মাপকাঠি হলো একটি খেলার জনপ্রিয়তা। সারাদেশে ফুটবলের যে জনপ্রিয়তা রয়েছে, তাতে একে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন নয়। ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু ফুটবলের এই অবস্থায় পড়তে হয় না। সারাদেশে এখনও ফুটবল এক জনপ্রিয় খেলা। আমি বিশ্বাস করি বাংলাদেশ হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন হবে না, তবে ফুটবল তার প্রত্যাশার স্থানে পৌঁছাবে।’

দেশের যুব সমাজই দেশের শক্তি আর ক্রীড়া যুব সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি খেলাকে ভালবাসেন, এমন নয় যে তিনি ক্রিকেট ভালোবাসেন বা ফুটবল, হকি ভালোবাসেন না। দেশের খেলাধুলার উন্নয়নে কোনও পরিকল্পনা আনা হলে তিনি সেটিতে না করেন না। আমরাও তাই অনুসরন করি।’ যুব সমাজের উন্নয়নে খেলার গুরুত্বের কথাও বললেন, ‘ক্রীড়া উন্নয়নে কোনও পরিকল্পনা আনা হলে আমি সেটি নেতিবাচক মনোভাবে দেখি না। আমাদের সরকারের মূল লক্ষ্য হলো দেশের যুব সমাজকে যোগ্য করে গড়ে তোলা, দেশের যুব সমাজকে আাগামীর জন্য গড়ে তোলার জন্য অর্থ ব্যয় করাটাকে আমরা ব্যয় মনে করি না। বরং এটাকে বিনিয়োগ মনে করি।’ 

টুর্নামেন্টের সাফল্য কামনা করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘শেখ কামালের স্মৃতিতে করা টুর্নামেন্টের অবয়ব আরও বাড়বে এবং এটি দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আমি কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবলের উন্নয়নে যদি কোনও সহযোগিতা চায়, তা পূরণ করার চেষ্টা  করব।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?