X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খরা কাটালো চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০২

খরা কাটালো চট্টগ্রাম আবাহনী শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে দেশি দলের জয় খরা কাটালো চট্টগ্রাম আবাহনী। ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের হারের ধারায় ছেদ টেনে চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে হারিয়েছে আফগানিস্তানের শাহিন আসমাই ক্লাবকে।

রবিবার চট্টগ্রামের এম, এ, আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী শুরু থেকেই আক্রমণাত্মক ধারায় খেলে আধিপত্য বিস্তার করে। আক্রমণের মূল উৎস ছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি ও হাইতিয়ান অগাস্টিন ওয়ালসন। ওয়ালসন খেলেছেন বামপ্রান্তে আর কিংসলে ছিলেন বক্সের মাঝে।  ১৬ মিনিটে ওয়ালসনের ক্রসে ফাঁকায় বল পেয়েও ক্রসপিসের ওপরে মারেন কিংসলে।

তবে ২৪ মিনিটে তার সেই ব্যর্থতা ভুলিয়ে দেন কিংসলে। মাঝমাঠ থেকে মাপা একটি থ্রু পাস দেন অধিনায়ক মামুনুল ইসলাম। বক্সের বামপ্রান্তে বল আয়ত্ত্বে নিয়ে কোনাকুনি শটে দূরের জালে বল জড়িয়ে দেন ওয়ালসন।

৪০ মিনিটে দলকে দ্বিতীয় গোল উপহার দেন কিংসলে। এবার বলের যোগানদাতা ছিলেন ওয়ালসন, তার স্কয়ার পাসে গোলমুখে জটলা থেকে বল জালে জড়িয়ে দেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড।

বিরতির পর গোলের জন্য চাপ সৃষ্টি করে ৫৭ মিনিটে ব্যবধান কমায় শাহিন আসমাই। সম্মিলিত আক্রমণের পর গোলমুখে জটলা থেকে প্লেসিং শটে গোলটি করেন মিডফিল্ডার নাসির।

তবে ৮২ মিনিটে জামাল ভুঁইয়ার পাসে অগাস্টিন ওয়ালসনের দ্বিতীয় গোলে আবার ম্যাচে আধিপত্য নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী। যেই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। 

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে