X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাম্পাওলি আর্জেন্টিনার কোচ হবেন, তবে...

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৭, ১৮:২৯আপডেট : ২১ মে ২০১৭, ১৮:৩৪

হোর্হে সাম্পাওলি আর্জেন্টিনার কোচ হওয়ার স্বপ্নের কথা তিনি জানিয়েছেন আগেই। এমনকি লিওনেল মেসিকে কোচিং করানোর কথাও শুনিয়েছেন হোর্হে সাম্পাওলি। দুটো সুযোগ একসঙ্গে আসার পরও মুখ খুলছিলেন না সেভিয়ার দায়িত্বে থাকা এই আর্জেন্টাইন কোচ। অবশেষে নিজের মনের কথা খুলে বলেছেন তিনি। জানিয়েছেন, আর্জেন্টিনার কোচের ব্যাপারে লাতিন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনা করার বিষয়টি। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেভিয়ার বাইআউট ক্লজ। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি থাকায় সাম্পাওলিকে পেতে হলে ১.৫ মিলিয়ন ইউরো দিতে হবে আর্জেন্টিনাকে।

অনেক দিন আগে থেকেই সাম্পাওলির কোচ হওয়ার কথা শোনা যাচ্ছে গণমাধ্যমে। যদিও চিলির সাবেক কোচ কোনও কিছু বলতেই রাজি হচ্ছিলেন না, ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অবশ্য। এবার সংবাদমাধ্যমের সামেনে সবকিছু পরিস্কার করলেন, ‘আমার দেশ চায় আমি যেন জাতীয় দলের কোচ হই, ছোটবেলা থেকে আমারও স্বপ্ন এটাই।’ গত মৌসুমেও যে প্রস্তাব এসেছিল, সেটাও জানিয়েছেন সাম্পাওলি, ‘গত গ্রীষ্মে আমি (সেভিয়া) ছেড়ে যেতে পারিনি, কারণ সেভিয়ার সঙ্গে আমার চুক্তি ছিল। এবারের পরিস্থিতি অবশ্য আলাদা। জাতীয় দলের দায়িত্ব পালন করার এই সুযোগ সবসময় আসে না।’

সাম্পাওলির ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত চুক্তি অনুযায়ী বাইআউট ক্লজের টাকা এএফএ দিতে পারবে কিনা, সেটাই এখন প্রশ্ন। যে অ্যাসোসিয়েশন নিরাপত্তারক্ষীদের বেতন দিতে পারে না, তারা ১.৫ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে কোচ নিয়ে আসবে- প্রশ্নটা আসাটা অস্বাভাবিক নয়। কারণ সেভিয়ার সভাপতি পেপে কাস্ত্রো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু বাইআউট ক্লজ নয়, চুক্তির সব শর্ত পূরণ করে তবেই সাম্পাওলিকে নিয়ে যেতে হবে আর্জেন্টিনাকে। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ