X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১৮ বছরের খেলোয়াড়ের জন্য ১৭০০ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০১৭, ১৯:৪৮আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:১৭

কাইলিয়ান এমবাপে এবারের গ্রীষ্মের দলবদলে কী হতে চলেছে, বলা মুশকিল। টাকার অঙ্কে যে আগের সবকিছুকে ছাড়িয়ে যাবে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু দলবদলের বাজারে নির্দিষ্ট কোনও খেলোয়াড়ের জন্য টাকার অঙ্কটা এভাবে আকাশ ছুঁয়ে যাবে, সেটা সম্ভবত ছিল ধারণার বাইরে। নেইমারের আকাশছোঁয়া দামের ‍গুঞ্জন ‍দলবদলের বাজারে ছড়াচ্ছে আগুন। এবার যোগ হলো আরেকটি নাম। রিয়াল মাদ্রিদ নাকি কাইলিয়ান এমবাপেকে দলে আনতে ‍উঠেপড়ে লেগেছে। মোনাকোতে খেলা ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য স্প্যানিশ চ্যাম্পিয়নরা খরচ করতে যাচ্ছে ১৮০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১৭০০ কোটি টাকা!

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র দাবি, ফরাসি লিগ ওয়ানের ক্লাব মোনাকোর সঙ্গে চুক্তির প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। দুই পক্ষ ১৮০ মিলিয়ন ইউরো বা ১৭০০ কোটি টাকায় পৌঁছেছে সমঝোতায়। এমবাপের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে বলেও জানিয়েছে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিকটি। ‘মার্কা’ এটাও নিশ্চিত করেছে, দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাচ্ছেন এমবাপে। পল পগবা জুভেন্টাস থেকে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ১০৫ মিলিয়ন ইউরোতে যোগ দিয়ে যে রেকর্ড গড়েছিলেন, সেটা ভাঙছে ১৮ বছর বয়সী এই খেলোয়াড়ের রিয়ালে যোগ দেওয়ার মাধ্যমে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিকটি জানিয়েছে, দলবদলের ফি মূলত ১৬০ মিলিয়ন ইউরো। বাকি ২০ মিলিয়ন ইউরোর চুক্তিটা থাকছে এমবাপের ভবিষ্যতের পারফরম্যান্সের জন্য। রিয়ালে গিয়ে তার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে ট্রান্সফারের বাকি অঙ্কটা। ‘মার্কা’র দাবি চুক্তিটা হচ্ছে ছয় বছরের জন্য, যে চুক্তিতে প্রতি মৌসুমে ৭ মিলিয়ন ইউরো বেতন পাবেন ফরাসি ফরোয়ার্ড।

মোনাকো এমবাপের জন্য নাকি ১৯০ মিলিয়ন ইউরো দাবি করেছিল রিয়ালের কাছে। যাতে রিয়াল প্রথমে সাড়া না দিলেও কোচ জিনেদিন জিদান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বৈঠক করে দলবদলের রেকর্ড গড়ে তরুণ এই ফরোয়ার্ডকে আনতে রাজি হয়েছেন বলে খবর মার্কার। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস