X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইনজুরি নিয়েও চিলির দলে সানচেজ

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১২:০৩আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১২:০৭

অ্যালেক্সিস সানচেজ গত সপ্তাহে অ্যালেক্সিস সানচেজের পেটের পেশিতে টান পড়েছিল। এ কারণে নতুন মৌসুমে আর্সেনালের জার্সি গায়ে দিতে পারেননি এখনও। ছিলেন না চেলসির বিপক্ষে কমিউনিটি শিল্ড জয়ের ম্যাচে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে গানারদের প্রথম ম্যাচেও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডের খেলা হয়নি। স্টোক সিটির বিপক্ষে পরের ম্যাচে শঙ্কায় তিনি। কিন্তু সানচেজের সুস্থতায় আশাবাদী চিলির কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। তাই প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বে তাকে ডেকেছেন শতবার্ষিকী কোপা জয়ী কোচ।

আগামী ৩১ আগস্ট প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে চিলি। এর পাঁচদিন পর তারা মুখোমুখি হবে বলিভিয়ার। ২০১৬ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলের কোচ পিজ্জির বিশ্বাস, প্রায় দুই সপ্তাহ হাতে আছে তাদের। এ সময়ে সেরে উঠবেন চিলির শীর্ষ গোলদাতা। জাতীয় দলে ৩৮ গোল করা সানচেজকে নিয়ে আশাবাদী এ আর্জেন্টাইন কোচ, ‘আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো তাকে মাঠে পাওয়া যাবে। বাছাইয়ের ম্যাচের আগে তার সমস্যা থাকবে না।’

পিজ্জির ১৯ জনের প্রাথমিক দলে সানচেজের সঙ্গে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার আরতুরো ভিদাল ও গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। এ তিনজনের হাত ধরে ২০১৫ ও ২০১৬ সালে মহাদেশের চ্যাম্পিয়ন হয়েছিল চিলি। লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে দেশটির অবস্থান চার নম্বরে। পাঁচ নম্বরে থাকা আর্জেন্টিনার চেয়ে এক পয়েন্টে এগিয়ে তারা। বাকি চার ম্যাচ জিতে দশমবার বিশ্বকাপের মূল পর্বে ওঠার ব্যাপারে আশাবাদী ১৯৬২ সালে তৃতীয় হওয়া চিলি।

চিলির বিশ্বকাপ বাছাইপর্ব দল

গোলরক্ষক: ক্লাউদিও ব্রাভো।

ডিফেন্ডার: পাউলো দিয়াজ, ওসভালদো গনসালেস, মাউরিসিও ইসলা, ইউজেনিও মেনা, এনজো রোকো।

মিডফিল্ডার: চার্লস আরাঙ্গুইজ, মার্সেলো দিয়াজ, ফেলিপ গুতিয়েরেজ, পাবলো হার্নান্দেজ, গ্যারি মেদেল, ফ্রান্সিস্কো সিলভা, আরতুরো ভিদাল।

ফরোয়ার্ড: নিকোলাস ক্যাস্তিলো, ফ্যাবিয়ান ওরেয়ানা, এদসন পুচ, অ্যালেক্সিস সানচেজ, লিওনার্দো ভ্যালেন্সিয়া, এদগার্দো ভারগাস।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে