X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মেসির বিপক্ষে খেলা হচ্ছে না সুয়ারেসের

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১৯:৩২আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৯:৩২

হাঁটুর চোটে এক মাস মাঠের বাইরে সুয়ারেস ‘এল ক্লাসিকো’তে ভরাডুবির পর চোটের ধাক্কায় বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে হাঁটুতে আঘাত পেয়েছিলেন লুই সুয়ারেস। যাতে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। বার্সেলোনার হয়ে কমপক্ষে তিন ম্যাচ মিস করবেন তিনি। ‘এল ক্লাসিকো’তে পাওয়া চোটে কপাল পুড়েছে উরুগুয়েরও। লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পাচ্ছে না সুয়ারেসকে।

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে বার্সেলোনা হেরেছে ২-০ গোলে। প্রথম লেগে ন্যু ক্যাম্প থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরায় ৫-১ অগ্রগামিতায় মৌসুমের দ্বিতীয় শিরোপা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। বার্নাব্যুর ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে হাঁটুর চোটে পড়েন সুয়ারেস। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হয়েছিল, লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে ছিটকে যাবেন লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার। বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা শেষে সেই আশঙ্কাটাই সত্যি হয়েছে। চার সপ্তাহের জন্য সুয়ারেসের মাঠের বাইরে চলে যাওয়ার খবর নিশ্চিত করেছে বার্সেলোনা।

রবিবার ২০১৭-১৮ লা লিগা মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে ওই ম্যাচটির সঙ্গে সুয়ারেস নিশ্চিত খেলতে পারবেন না আলাভেস ও এস্পানিওলের বিপক্ষে। গেতাফের বিপক্ষে পরের ম্যাচটাও হয়তো মিস করবেন তিনি।

বার্সেলোনা জন্য তো বটেই, খবরটা উরুগুয়ের জন্যও চরম হতাশার। গুরুত্বপূর্ণ সময়ে তারা পাচ্ছে না দলের সেরা স্ট্রাইকারকে। ৩১ আগস্ট লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে উরুগুয়ের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে পারবেন না সুয়ারেস। এই রাউন্ডে ৫ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে পরের ম্যাচেও নেই বার্সেলোনা তারকা। ইএসপিএনএফসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে