X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইউরোপে মেসির ২০০ গোল চান ভালভারদে

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ১৭:৪৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:৫১

ইউরোপে মেসির ২০০ গোল চান ভালভারদে অলিম্পিয়াকোসের বিপক্ষে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন লিওনেল মেসি। এই গোলেই আবার নতুন এক মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি পূরণ করেছেন তিনি অলিম্পিয়াকোসের বিপক্ষে। তার এই গোল সংখ্যা নিয়ে কথা উঠতেই মজা করলেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে। এই মৌসুমেই ইউরোপে মেসির গোলের ‘ডাবল সেঞ্চুরি’ দেখার প্রত্যাশায় যে অ্যাথলেতিক বিলবাওয়ের সাবেক কোচ!

চ্যাম্পিয়নস লিগে ন্যু ক্যাম্পের এই ম্যাচের আগে ভালভারদে ব্যালন ডি’অর সম্পর্কে বলেছিলেন, পুরস্কারটা যেই জিতুক, তার কাছে মেসিই বিশ্বসেরা। দলের সেরা খেলোয়াড়ের প্রশংসায় বুঁদ হয়ে থাকেন তিনি সবসময়। অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচ শেষেও প্রশংসা ঝরল তার মুখে। ইউরোপিয়ান টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম গোলের দেখা পাওয়া মেসির কাছ থেকে ভালভারদের চাওয়া আরও অনেক বেশি।

মাত্রই সেঞ্চুরি পাওয়া মেসির কাছ থেকে চলতি মৌসুমেই চাইছেন ২০০ গোল! সংবাদ সম্মেলনে ভালভারদে কথাটা বলেছেন অবশ্য মজা করে, ‘আশা করছি এই মৌসুমেই সে (মেসি) ২০০ গোলে পৌঁছাবে। এই সংখ্যাটা আমরা অনুশীলনে প্রত্যেক দিনই দেখি।’

গ্রিক ক্লাবটির বিপক্ষে ঘরের মাঠে বার্সেলোনা জিতেছে ৩-১ গোলে। জেরার্দ পিকের লার্ল কার্ডে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয়েছে কাতালানদের। ১০ জনের দল হওয়ার সঙ্গে অলিম্পিয়াকোসের রক্ষাণাত্মক ফুটবলে কঠিন পরীক্ষা দিতে হয়েছে স্বাগতিকদের। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারার স্বস্তি তাই ভালভারদের চোখেমুখে, ‘আমরা খুশি। চ্যাম্পিয়নস লিগে কোনও ম্যাচ জেতাই সহজ নয়। (অলিম্পিয়াকোস) তাদের ডি বক্স সামলে রাখার চেষ্টা করেছে সবসময়।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?