X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শেখ জামালের নতুন কোচ রক্সি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৮:২৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৮:২৮

রক্সির অধীনে তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ভালো মঙ্গলবার হঠাৎ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোসেফ আফুসি, পদত্যাগ করেই লন্ডনে চলে গেছেন এই নাইজেরিয়ান কোচ। তবে নতুন কোচ নিতে সময় নেয়নি পেশাদার ফুটবল লিগের তিনবারের চ্যাম্পিয়নরা।  কোচ হিসেবে শেখ জামাল বেছে নিয়েছে মাহবুব হোসেন রক্সিকে।

৪৭ বছর বয়সী রক্সি এএফসি ‘এ’ লাইসেন্স প্রাপ্ত কোচ। এই প্রথম পেশাদার লিগের কোনও দলের দায়িত্ব পেলেও তার অধীনে ইদানীং তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ভালো। সদ্য সমাপ্ত এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে রক্সির শিষ্যরা মালদ্বীপ আর শ্রীলঙ্কাকে হারিয়েছে, স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এবং শেষ মুহূর্তের গোলে হেরে গেছে উজবেকিস্তানের কাছে।

রক্সিকে কোচের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন চুন্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আফুসি চলে যাওয়ায় আমাদের কোচের পদ শূন্য হয়ে গেছে। সেই জায়গায় আমরা রক্সিকে চূড়ান্ত করেছি। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে তার অধীনে বাংলাদেশ ভালো খেলেছে। ওই প্রতিযোগিতায় তরুণ ফুটবলারদের পারফরম্যান্স দেখে আমরা রক্সিকে নিতে উদ্বুদ্ধ হয়েছি। এ মৌসুমে তার হাতে দল দিয়ে আমরা নির্ভার থাকতে চাই।’

নতুন চ্যালেঞ্জে সাফল্যের ব্যাপারে রক্সি আশাবাদী। জাতীয় দলের সাবেক খেলোয়াড় বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রিমিয়ার লিগে শেখ জামাল ভালো অবস্থায় আছে। দলকে সাফল্য এনে দিতে চাই। আমার দৃষ্টি শিরোপার দিকে।’ 

যদিও নতুন দায়িত্ব শুরু করার আগে একটু ঝামেলা পোহাতে হবে রক্সিকে। আপাতত তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেতনভুক্ত কোচ। অন্য কোথাও কাজ করার জন্য বাফুফের অনাপত্তিপত্র প্রয়োজন। এ বিষয়ে রক্সির বক্তব্য, ‘শেখ জামাল ক্লাবের সঙ্গে আমার কথা হয়েছে, সেখানেই কাজ করবো। এখন বাফুফে অনুমতি দিলেই হয়। অবশ্য প্রেষণে যে কোনও ক্লাবে কাজ করার সুযোগ আছে।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস