X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নেইমারের চলে যাওয়া ‘শক্তি বাড়িয়েছে’ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০

নেইমারের চলে যাওয়া ‘শক্তি বাড়িয়েছে’ বার্সেলোনার গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে গেছেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান তারকা প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পর কাতালানদের শক্তি আরও বেড়েছে বলে জানিয়েছেন ক্লাবটির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

নেইমারের অভাব যে বার্সেলোনা টের পাবে, সেটা নিয়ে কোনও সংশয় ছিল না। আর তা স্পষ্ট বোঝাও গেছে স্প্যানিশ সুপার কাপে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুই লেগের ম্যাচ বার্সেলোনা হেরেছিল ৫-১ গোলে। তবে ওই ধাক্কার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো কাতালানরা গত ৩৮ ম্যাচে হেরেছে মাত্র একটিতে। লা লিগায় এখনও অজেয়, সঙ্গে উঠেছে টানা পঞ্চম কোপা দেল রে ফাইনালে।

‘ইএসপিএন এফসি’কে দেওয়া সাক্ষাৎকারে টের স্টেগেন জানিয়েছেন দলে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন নেইমার। একই সঙ্গে এটাও নিশ্চিত করেছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চলে যাওয়ার পর নতুন যোগ দেওয়া- পাউলিনিয়ো, নেলসন সেমেদো, উসমান দেম্বেলে ও ফিলিপে কৌতিনিয়োকে নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে বার্সেলোনা।

দলে নেইমারের গুরুত্ব বোঝাতে বার্সেলোনা গোলরক্ষক বলেছেন, ‘নেইমারের গুণমানের বিষয়টি ব্যাখ্যা করা যাবে না। কারণ ও অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, সেটা যেমন ব্যক্তি হিসেবে, তেমনি ফুটবলার হিসেবে।’ সঙ্গে যোগ করলেন, ‘ওর সিদ্ধান্তের ব্যাপারে ও নিজেই ভালো বলতে পারবে, তবে শেষ পর্যন্ত আমরা সবকিছু মানিয়ে নিয়েছি, যদিও ব্যাপারটা সহজ ছিল না, কারণ ও দুর্দান্ত খেলোয়াড়। তবে আমরা অন্য পথে এগিয়েছি এবং এখন আমরা ভীষণ শক্তিশালী দল।’

নেইমারের অভাব পূরনে গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা নিয়ে আসে দেম্বেলেকে, আর শীতকালীন দলবদলে নাম লেখায় কৌতিনিয়োকে। ন্যু ক্যাম্পে তাদের আনতে ২৫০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করলেও সুফল খুব একটা বেশি পাচ্ছে না। এ প্রসঙ্গে টের স্টেগেনের বক্তব্য, ‘আমার মতে নতুন খেলোয়াড়রা আমাদের আরও বেশি শক্তিশালী করবে। আশা করছি তারা ভালো অনুভব করবে (বার্সেলোনায়) ও স্বাচ্ছন্দ্যে দ্রুত মানিয়ে নেবে। যদিও একই সঙ্গে তাদের সময় দিতে হবে আমাদের।’

সঙ্গে যোগ করেছেন, ‘দেম্বেলে খুব একটা খেলতে পারছে না চোটের কারণে, আর কৌতিনিয়ো মাত্র যোগ দিয়েছে দলে। আমাদের অবশ্যই তাদের সুযোগ দিতে হবে, এবং ধৈর্যশীল হতে হবে, কারণ তারা তরুণ ও সামনে অসাধারণ সব বছর অপেক্ষা করছে।’ ইএসপিএন এফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
যে সাফল্যে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের মাসফিয়া আফরিন 
যে সাফল্যে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের মাসফিয়া আফরিন 
সারা দেশে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
সারা দেশে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করছে ‘স্বপ্ন’
গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করছে ‘স্বপ্ন’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু