X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘রোনালদো একটা মেশিন’

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ২১:৫৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২১:৫৬

রোনালদোকে আটকানোর চেষ্টায় বোয়েটাং চ্যাম্পিয়নস লিগে এবার ১০ ম্যাচ খেলে ১৫ গোল ক্রিস্তিয়ানো রোনালদোর। বায়ার্ন মিউনিখ জানে, রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠতে হলে সবার আগে থামাতে হবে পর্তুগিজ উইঙ্গারকে। জার্মান চ্যাম্পিয়নদের ডিফেন্ডার জেরোমে বোয়েটাং মনে করেন, ‘মেশিন’ রোনালদোকে থামানোর কাজটি করতে হবে দলগতভাবে।

বুধবার অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালকে স্বাগত জানানোর আগে রোনালদোকে নিয়ে বায়ার্ন কতটা সতর্ক, সেটা জানালেন এই সেন্টার-ব্যাক। ২০১৩ সালের পর আরেকটি শিরোপার আশা টিকিয়ে রাখতে হলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে প্রতিহত করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিকারকে এই বিশ্ব জয়ী বলছেন, ‘আমরা রোনালদোকে থামাতে পারি কেবল দলগতভাবে।’

এই মৌসুমে দুরন্ত ফর্মে আছেন রোনালদো। প্রতি ম্যাচেই গোল করেছেন তিনি। তাই এবার আরও বেশি সতর্ক থাকতে হচ্ছে বায়ার্নকে। কারণ আগের কয়েকবারের দেখায় বায়ার্নের সামনে অগ্নিমূর্তি ছিলেন ‘সিআরসেভেন’। গত বছর কোয়ার্টার ফাইনালের দুই লেগে ৬-৩ গোলে রিয়ালের জয়ে ৫ গোল করেছিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তার আগে ২০১২ ও ২০১৪ সালের সেমিফাইনালে দুটি করে গোল করেন রোনালদো।

এই অভিজ্ঞতা থেকে রোনালদোকে মেশিন আখ্যা দিলেন বোয়েটাং, ‘গোলের সামনে সে একটা মেশিন। তাকে পুরোপুরি আটকে দেওয়া যায় না। সে যেভাবে দৌড়ায় ও চমৎকার টাইমিং করে, তাতে সবসময় ঠিকই সুযোগ বের করে নেয়।’

রোনালদোর ওপর রিয়ালের নির্ভরশীলতার কথাও মনে করিয়ে দিলেন বায়ার্নের এই ডিফেন্ডার, ‘তাকে ঘিরে রিয়াল তাদের পরিকল্পনা সাজায়। তাকে যতটা সম্ভব কম জায়গা দেওয়া গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

পর্তুগিজ তারকার প্রশংসায় পঞ্চমুখ বোয়েটাং, ‘রোনালদোর চেয়ে পরিপূর্ণ স্ট্রাইকার আর নেই। বাঁ পা, ডান পা, হেড- সবকিছুতে তার নিখুঁত নিয়ন্ত্রণ আছে।’ অবশ্য রোনালদোর সঙ্গে রিয়ালের অন্য খেলোয়াড়রাও ম্যাচ বদলে দিতে পারে স্বীকার করলেন এই ডিফেন্ডার। তাই পর্তুগিজকে ঘিরে কেবল ছক আঁকলে বিপদ হতে পারে সতর্ক করলেন দলকে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র