X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘ফেভারিট’ রিয়ালকে লেভানদোস্কির সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ১৮:৪৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৮:৪৬

রবার্ত লেভানদোস্কি ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তিনি উড়িয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে সেমিফাইনালের প্রথম লেগে একাই ৪ গোল করেছিলেন রবার্ত লেভানদোস্কি। এবার ইউরোপিয়ান প্রতিযোগিতাটির একই মঞ্চে মাদ্রিদের ক্লাবের মুখোমুখি তিনি বায়ার্ন মিউনিখের হয়ে।

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালকে ফেভারিট মানছেন লেভানদোস্কি। তবে বায়ার্নের পক্ষে যে ‘লস ব্লাঙ্কোদের’ হারিয়ে দেওয়া সম্ভব, সেই সতর্কবার্তাও দিয়ে রেখেছেন তিনি। গত মৌসুমের কোয়ার্টার ফাইনাল হারের স্মৃতি যে এখনও টাটকা পোলিশ স্ট্রাইকারের মনে।

টানা দুই শিরোপা জেতা রিয়ালের মিশন এবার চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক পূরণ করার। এই মিশনের পথে দুরন্ত গতিতে এগিয়ে চলছে জিনেদিন জিদানের দল। টানা দুই শিরোপা জেতায় তাদের ফেভারিট হিসেবে দেখছেন লেভানদোস্কি, ‘যখন একটা দল টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতে, তখন তারাই পরিষ্কার ফেভারিট।’ কথাটা শেষ করেই রিয়ালকে তার সতর্কবার্তা, ‘এই কথার মানে এই নয় যে, তারা আমাদের হারিয়ে দেবে।’

গত বছর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল-বায়ার্ন। এবার অবশ্য এক ধাপ এগিয়ে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে। ওই ম্যাচের আগে বায়ার্নের সাম্প্রতিক পারফরম্যান্স তুলে ধরেছেন লেভানদোস্কি। জার্মান কাপের সেমিফাইনালে বেয়ার লেভারকুসেনকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর গত সপ্তাহান্তে বুন্দেসলিগায় হ্যানোভারকে হারিয়েছে তারা ৩-০ গোলে।

লেভানদোস্কির নজরে এখন রিয়াল মাদ্রিদ, ‘আমাদের শেষ ম্যাচ প্রমাণ দিচ্ছে আমরা ভালো অবস্থানে আছি। এখন আমরা রিয়াল মাদ্রিদকে নিয়ে ভাবছি। আমাদের পুরোপুরি নজর এখন এখানে। রিয়াল মাদ্রিদ কোনও ভুল করলেই আমরা তার সুবিধা নেবো।’

পোলিশ এই স্ট্রাইকার সবার শেষে কথা বলেছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে। মৌসুমের শুরুতে নিজেকে হারিয়ে খুঁজলেও পর্তুগিজ উইঙ্গার স্বরূপে ফিরছেন তার মতো করেই। চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসানো রিয়াল তারকাকে নিয়ে সতর্ক লেভানদোস্কি। তবে শুধু রোনালদো নন, পুরো রিয়ালেই তার নজর, ‘আশা করছি এ বছর সে (রোনালদো) আর গোল করতে পারবে না। তবে এটাও ঠিক রিয়াল শুধু রোনালদোর দল নয়।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস