X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘জানুয়ারিতে জুভেন্টাস ছেড়ে যাবে দিবালা’

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৩

পাউলো দিবালা জুভেন্টাসের সেরা অস্ত্র ছিলেন গত মৌসুমে। অথচ এবারের সিরি ‘এ’-তে পাউলো দিবালার চাহিদা যেন কমতে শুরু করেছে! তাই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানুয়ারির দলবদলে তুরিনের ক্লাব ছেড়ে যাবেন বলে দাবি পালেরমোর মালিক মাউরিসিও জাম্পারিনি।

২০১২ সালে দিবালা আর্জেন্টাইন লিগ ছেড়ে ইতালিতে এসেছিলেন পালেরমোতে খেলতে। ইতালিয়ান ক্লাবটিতে তিন মৌসুম কাটিয়ে ২০১৫ সালে তিনি নাম লেখান জুভেন্টাসে। বলার অপেক্ষা রাখে না এই দলবদলে জাম্পারিনির উপস্থিতি কতটা ছিল। ক্লাবের সাবেক খেলোয়াড়ের নিয়মিতই খোঁজ-খবর রাখেন তিনি। তাই জুভেন্টাসে দিবালার বর্তমান পরিস্থিতি দেখে জাম্পারিনির দাবি, জানুয়ারিতে জুভেন্টাস ছেড়ে স্পেনে চলে যাবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চলতি মৌসুমে সিরি ‘এ’-এর প্রথম ম্যাচে একাদশে থেকে মাঠে নেমেছিলেন দিবালা। শিয়েভোর বিপক্ষে একাদশে থাকলেও লাৎজিওর বিপক্ষে পরের ম্যাচে মাঠেই নামেননি তিনি। আর আন্তর্জাতিক ফুটবল বিরতিতে যাওয়ার আগে পারমার বিপক্ষে জুভেন্টাসের ২-১ গোলে জেতা ম্যাচে খেলেছেন মাত্র ১০ মিনিট। ক্লাব ফুটবলের সঙ্গে জাতীয় দলেও খারাপ সময় যাচ্ছে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের। আলবিসেলেস্তেদের সবশেষ দুই প্রীতি ম্যাচের একটিতেও একাদশে থাকা হয়নি তার।

জুভেন্টসের এই কঠিন সময়ের জন্য কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে কাঠগড়ায় তুলেছেন জাম্পারিনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রত্যেকবার যখন সে দলের বাইরে থাকছে, দেখে আমার খারাপ লাগছে। আর এটা হচ্ছে শুধুমাত্র আলেগ্রির কারণে। আলেগ্রির উচিত পালেরমোতে এসে স্কুদেত্তো জিতিয়ে দেখানো।’

জুভেন্টাসে দিবালার অবস্থা দেখে পালেরমোর মালিকের বক্তব্য, ‘দুই বছর আগে আমি দিবালাকে বার্তা দিয়েছিলাম ইতালি নয়, তুমি স্পেনে যাও। সে চলে যাবে, কারণ তাতে জুভেন্টাস ১২০ মিলিয়ন ইউরো পাবে। আমার মনে হয়, জানুয়ারিতে সে স্পেনে চলে যাবে। স্পেন ও ইংল্যান্ড থেকে প্রস্তাব আছে ওর।’

অতীতে বার্সেলোনা দিবালার প্রতি আগ্রহ দেখিয়েছিল। তাছাড়া জুভেন্টাসের কাছে ক্রিস্তিয়ানো রোনালদোকে বিক্রি করে দেওয়ার পর নাকি রিয়াল মাদ্রিদ আলোচনা করেছিল দিবালার ব্যাপারে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান