X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দেম্বেলের গোলে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:১২

গোল উদযাপন করছেন দেম্বেলে স্বস্তির জয় পেল বার্সেলোনা। পিছিয়ে পড়লেও রিয়াল সোসিয়েদাদের মাঠে টানা দ্বিতীয়বার ৩ পয়েন্ট আদায় করল তারা। উসমান দেম্বেলের গোলে শনিবার সান সেবাস্তিয়ানে ২-১ এ জিতে লা লিগায় শতভাগ সাফল্য ধরে রেখেছে বার্সেলোনা।

১১ বছর পর গত জানুয়ারিতে সোসিয়েদাদের মাঠে প্রথম লিগ ম্যাচ জিতেছিল বার্সা। ৪-২ গোলের ওই জয়ের ধারা ধরে রাখল তারা নতুন মৌসুমে।

মাত্র ১২ মিনিটে এগিয়ে গিয়ে বার্সাকে চমকে দিয়েছিল সোসিয়েদাদ। ফ্রি কিক থেকে মোরেনোর শট বার্সা খেলোয়াড়ের গায়ে লাগলেও বাঁ পায়ের ফিরতি শটে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন আরিজ এলুসতোন্দো।

বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে পেনাল্টির আবেদন করে বার্সা। জেরার্দ পিকে স্বাগতিকদের ডিবক্সে পড়ে গেলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটা নাকচ করে। ৪৩ মিনিটে ইভান রাকিতিচের শট ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সোসিয়েদাদ বিরতির পর তিনটি সুযোগ নষ্ট করে ৬০, ৬১ ও ৬২ মিনিটে। বার্সা এই সুযোগ ভালোভাবে নেয়। ৬৩ মিনিটে পিকের হেড সোসিয়েদাদ গোলরক্ষক রুলি পাঞ্চ করলে ভিড়ের মধ্যে থেকে স্যামুয়েল উমতিতি বল বাড়িয়ে দেন লুই সুয়ারেসকে। উরুগুয়ান স্ট্রাইকার একেবারে কাছ থেকে জালে বল জড়ান।

তিন মিনিট পর রুলি আরেকবার বার্সা শট ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি। তাতে দেম্বেলের ভলি সোসিয়েদাদের জুবেলদিয়ার মাথায় লেগে জালে ঢোকে। ৬৬ মিনিটের এই গোলে টানা ৪ ম্যাচ জয় নিশ্চিত হয় বার্সা।

১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ ইনজুরি সময়ের গোলে হার এড়িয়েছে। অ্যাইবারের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচ জয়হীন থাকায় ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ডিয়েগো সিমিওনের দল। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!