X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

২০২১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ সোলারি

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:২৮

সান্তিয়াগো সোলারি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ১০ দিন দেখতে চেয়েছিলেন সান্তিয়াগো সোলারি। সেই দেখাটা ‘পাকা’ করে নিলেন আর্জেন্টাইন কোচ। রিয়াল মাদ্রিদ তাকে স্থায়ী নিয়োগ দিয়েছে। ২০২১ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।

‘অস্থায়ী’ দায়িত্ব পেয়ে চার ম্যাচের চারটিতেই রিয়ালকে জিতিয়েছেন সোলারি। তার স্থায়ী নিয়োগ পাওয়ার গুঞ্জন তাই ক্রমেই দানা বাঁধছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে এই আর্জেন্টাইনের সঙ্গে স্থায়ী চুক্তি করেছে মাদ্রিদের ক্লাবটি। চলতি মৌসুমের সঙ্গে আরও দুই মৌসুম সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব থাকবে তার হাতে।

২০২০-২১ মৌসুম পর্যন্ত সোলারির সঙ্গে চুক্তি করার খবর নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে ‘লস ব্লাঙ্কোস’ জানিয়েছে, ‘আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদের বোর্ড আলোচনায় বসেছিল। এবং সেখানে সান্তিয়াগো সোলারিকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত মূল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাজে পারফরম্যান্সে জুলেন লোগেতেগিকে বরখাস্ত করে রিয়াল। তাকে ছাঁটাই করার পর অস্থায়ীভাবে ‘বি’ দলের কোচ সোলারির হাতে দায়িত্ব তুলে দেয় তারা। একই সঙ্গে খুঁজতে থাকে লোপেতেগির উত্তরসূরি। যেখানে সবচেয়ে বেশি শোনা গেছে জুভেন্টাস ও চেলসির সাবেক কোচ আন্তোনিও কন্তের নাম। তবে ইতালিয়ান কোচ নিজেকে এই আলোচনা থেকে দূরে সরিয়ে নেন ‘নতুন মৌসুমের মিশনে’ চোখ রাখায়।

এরপরই সোলারিকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়ানো চার ম্যাচেই জয় তুলে নিয়েছেন তিনি। গত সপ্তাহে ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে জিতে চলতি মৌসুমে প্রথমবারের মতো টানা তিন জয়ের স্বাদ দেন রিয়ালকে। এরপর পারফরম্যান্সে ধারা সচল রেখে গত রবিবার সেল্তা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে তার অধীনে মাদ্রিদের অভিজাতরা পায় টানা চতুর্থ জয়। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র