X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নেইমার-গার্দিওলাকে বার্সেলোনায় চান মেসি

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:০০

নেইমার-গার্দিওলাকে বার্সেলোনায় চান মেসি শিরোপার বৃষ্টি ঝরিয়ে বার্সেলোনা ছেড়েছেন পেপ গার্দিওলা। কাতালান ক্লাবটির সবচেয়ে সফল কোচের মতো নেইমারও ন্যু ক্যাম্পে সাফল্যময় চার মৌসুম কাটিয়ে চলে গেছেন। বার্সেলোনার ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কোচ ও খেলোয়াড়কে আবার কাতালান ক্লাবে দেখতে চান লিওনেল মেসি।

খেলোয়াড় হিসেবে মেসি সবচেয়ে বিকশিত হয়েছেন গার্দিওলার অধীনে। আর্জেন্টাইন খুদে জাদুকরকে কেন্দ্র করে সাজানো ছকে একের পর এক শিরোপা এনে দিয়েছেন তিনি বার্সেলোনাকে। ২০১২ সালে ন্যু ক্যাম্প ছাড়ার পর বায়ার্ন মিউনিখ হয়ে গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটির কোচ।

সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখান নেইমার। ন্যু ক্যাম্পে কাটানো চার মৌসুমে দুটি লা লিগার সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাতে তুলেছেন একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। যদিও গত বছরের গ্রীষ্মে হঠাৎই দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে তিনি নাম লেখান প্যারিস সেন্ত জার্মেইয়ে। ইউরোপিয়ান মিডিয়ার মতে, মেসির ছায়া থেকে বের হতেই ন্যু ক্যাম্প ছেড়েছেন নেইমার।

বার্সেলোনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ ও খেলোয়াড়কে আবার ন্যু ক্যাম্পে দেখার ইচ্ছা মেসির। যদিও কাজটা যে ‘জটিল’, সেটাও বুঝতে পারছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’তে দেওয়া সাক্ষাৎকারে নেইমার প্রসঙ্গে মেসির বক্তব্য, ‘বিষয়টা খুব জটিল (নেইমারের বার্সেলোনায় ফেরা)। ওর ফিরে আসাতে আমরা ভীষণ খুশি হবো, সেটা যেমন খেলোয়াড় হিসেবে, তেমনি ড্রেসিং রুমের ক্ষেত্রেও।’

নেইমারের সঙ্গে নিজের বন্ধুত্বের বিষয়টি সামনে এনে মেসি বলেছেন, ‘আমরা বন্ধু, একসঙ্গে চমৎকার সব মুহূর্ত কাটিয়েছি। যদিও (নেইমারের ফিরে আসাটা) আমার কাছে খুব জটিল ব্যাপারই মনে হয় প্যারিস থেকে। পিএসজি কোনোভাবেই নেইমারকে ছাড়তে চাইবে না।’

গার্দিওলার অধীনে আবার কাজ করার ইচ্ছা মেসির। সাবেক কোচকে তিনি বার্সেলোনায় দেখতে চান, যদিও এটা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর কাছে কঠিন বলে মনে হয়। তিনি বলেছেন, ‘যদিও এটা জটিল ব্যাপার, তারপরও বলব আমি আবার গার্দিওলার সঙ্গে কাজ করতে চাই। তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ, তাই আমি চাই (গার্দিওলা ফিরে আসুক)। কিন্তু যেমনটা বললাম, বিষয়টা ভীষণ জটিল।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান