X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় এসে গর্বিত বোয়াটেং

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ১৮:০১আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:০১

বার্সেলোনায় কেভিন-প্রিন্স বোয়াটেং সোমবার স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর ছিল, বার্সেলোনায় নাম লেখাচ্ছেন কেভিন-প্রিন্স বোয়াটেং। মঙ্গলবার এলো আনুষ্ঠানিক ঘোষণা, চলতি মৌসুমের জন্য সাসুউলো থেকে ধারে ন্যু ক্যাম্পে যোগ দিয়েছেন জার্মানিতে জন্ম নেওয়া এই ঘানাইয়ান খেলোয়াড়।

চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে কিনে নেওয়ার শর্তও। সেক্ষেত্রে বার্সেলোনকে খরচ করতে হবে ৮ মিলিয়ন ইউরো। কাতালান ক্লাবটিতে মুনির এল হাদাদির জায়গা পূরণ করবেন ৩১ বছর বয়সী বোয়াটেং। একই সঙ্গে লুই সুয়ারেসের বদলি হিসেবে তাকে দেখা যাবে মাঠে।

বার্সেলোনার মতো বড় ক্লাবে যোগ দিতে পেরে ভীষণ খুশি বোয়াটেং। নিজেকে গর্বিত মনে করছেন তিনি, ‘এখানে (বার্সেলোনা) আসতে পারাটা আমার জন্য অনেক গর্বের। স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার।’

বোয়াটেংয়ের অন্তর্ভুক্তিটা একটু অবাক করার মতোই। একে বয়স তার ৩১, এর ওপর আবার আহামরি তেমন পারফরম্যান্সও নেই। এরপরও তাকে আনার কারণ হতে পারে উসমান দেম্বেলের চোটে পড়া। এমনিতেই ফরোয়ার্ডের খেলোয়াড় নিয়ে হিসাব-নিকাশ করতে হয়েছে কোচ এরনেস্তো ভালভারদেকে, এর ওপর আবার দেম্বেলের চোট আরও বড় শূন্যতা তৈরি করেছে। তাই পরিস্থিতি অনুযায়ী মাঝমাঠ, আক্রমণভাগ ও নাম্বার নাইনের ভূমিকায় খেলতে পারদর্শী বোয়াটেংয়ে আস্থা রেখেছে দলটি।

বার্সেলোনা অবশ্য আগে থেকেই সুয়ারেসের ব্যাকআপ খুঁজছিল। তাদের পছন্দের তালিকায় সবার ওপরে ছিলেন আলভারো মোতারা। যদিও স্প্যানিশ ফরোয়ার্ড বেঞ্চ গরম করতে রাজি নন। এছাড়া কার্লোস ভেলা ও ক্রিস্তিয়ান স্তুনানিও ছিলেন বার্সেলোনার রাডারে।

শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব সাসুউলো থেকে বোয়াটেংকে ধারে এনেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। স্প্যানিশ লিগেও খেলার অভিজ্ঞতা আছে তার, লাস পালমাসের জার্সিতে। বোয়াটেং খেলেছেন টটেনহাম, বরুশিয়া ডর্টমুন্ড ও এসি মিলানের জার্সিতেও। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ