X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ফুটবলের উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএকে ঢেলে সাজাতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যে কয়েকটি পরিকল্পনা তৈরি করেছে বাফুফের নির্বাহী কমিটি। এ নিয়ে মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সভায় বসেছিলেন বাফুফের কর্মকর্তা সহ ডিএফএ’র ৫১ জন প্রতিনিধি।

প্রায় তিন ঘণ্টার সভা শেষে ফুটবলের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘বাফুফের সঙ্গে আলোচনায় ফুটবলের অনেক সমস্যা ও সীমাবদ্ধতা এবং ফুটবলকে এগিয়ে নেওয়ার কথা উঠে এসেছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ কেন পিছিয়ে পড়ছে তা নিয়েও আলোচনা করেছি আমরা।’

ফুটবলের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে তিনি জানিয়েছেন, ‘দেশের অনেক জেলায় ক্রিকেটের জন্য স্টেডিয়াম আছে। কিন্তু ঢাকার বাইরে শুধু ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম তেমন নেই। ফুটবল লিগ বা টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রায়ই জেলা স্টেডিয়াম বরাদ্দ পাওয়া যায় না। আমরা তাই প্রত্যেক জেলা ক্রীড়া সংস্থাকে  চিঠি দিয়ে বলবো তারা যেন ফুটবল লিগ বা টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী ডিএফএকে স্টেডিয়াম বরাদ্দ দেয়। প্রত্যেক জেলায় ডিএফএকে কার্যালয় দিতে জেলা ক্রীড়া সংস্থাকে নির্দেশও দেবো আমরা।’  

ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম বরাদ্দের ওপর জোর দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশে ক্রিকেটের জন্য আলাদা স্টেডিয়াম থাকতে পারলে ফুটবলের জন্য কেন থাকবে না? প্রাথমিকভাবে প্রত্যেক বিভাগে এবং পরবর্তীতে প্রতিটি জেলায় স্টেডিয়াম করলে ফুটবল জেগে উঠবে। আমরা চেষ্টা করবো নতুন না হলেও বিভাগীয় পর্যায়ে ফুটবল ফেডারেশন যেন অন্তত একটি স্টেডিয়াম বরাদ্দ পায়।’

প্রতিটি জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য বার্ষিক ১২ লাখ টাকা দাবি করেছে বাফুফে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্তব্য, ‘প্রধানমন্ত্রী ফুটবলের উন্নয়নে আন্তরিক, অর্থমন্ত্রী ক্রীড়াঙ্গনের মানুষ। ফুটবল ফেডারেশন সভাপতির নেতৃত্বে একটি দলকে নিয়ে আমি অর্থমন্ত্রীর সঙ্গে সভায় বসবো। সেখানে বাফুফের চাহিদাগুলো তুলে ধরা হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবো আমরা।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘প্রতিমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার পাশাপাশি জেলা পর্যায়ে বছরে অন্তত ছয় মাসের জন্য স্টেডিয়াম এবং ডিএফএর জন্য স্থায়ী কার্যালয় চেয়েছি আমরা। তিনি আমাদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। তার আশ্বাসে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস, নতুন প্রতিমন্ত্রীর অধীনে ক্রীড়াঙ্গনে সাফল্য আসবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস