X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগে চোখ লোপেতেগির

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭

হুলেন লোপেতেগি মাত্র ১৩৮ দিনের ব্যবধানে দুইবার চাকরি হারাতে হয়েছে হুলেন লোপেতেগিকে। বিশ্বকাপের ঠিক দুইদিন আগে স্পেনে বরখাস্ত হওয়ার পর রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ার ছিল মাত্র ১৪ ম্যাচের। কোচিং ক্যারিয়ারে অল্প সময়ে বিরাট ধাক্কা খেলেও থামতে চান না তিনি। আবারও কোচিংয়ে ফিরতে চান ৫২ বছর বয়সী সাবেক গোলরক্ষক।

শীর্ষ পর্যায়ের কোনও ক্লাবের কোচ হতে চান লোপেতেগি। তার প্রথম পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগ। তিনি বলেছেন, ‘একজন কোচের জন্য ভবিষ্যতের দরজা খোলা রাখতে হবে। আমাকে যদি বাছাই করতে বলা হয় তবে সেরা লিগগুলো পছন্দ করবো।’

কোনও রাখঢাক রাখেননি লোপেতেগি, ‘ইংল্যান্ডে চমৎকার লিগ হয়। সেখানে আপনি যখন ম্যাচ দেখবেন তখন সেই আবহ অনুভব করতে পারবেন। খেলোয়াড় ও কোচদের জন্য সমীহ জেগে উঠবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি সেটা অনুভব করতে চাই।’

স্পেন ও রিয়ালে বরখাস্ত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন লোপেতেগি। বিবিসি রেডিও ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে ওই যন্ত্রণার কথা ব্যক্ত করলেন তিনি, ‘এটা আমার জন্য সহজ ছিল না। আমরা দুই বছর খুব খেটেছিলাম। আমাদের মনে হচ্ছিল চমৎকার একটা বিশ্বকাপের জন্য প্রস্তুত ছিলাম আমরা। খুব কষ্টের মুহূর্ত ছিল। আমি কখনও এটা ভুলবো না, কারণ এটা ছিল হতবাক করার মতো।’

তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী জিনেদিন জিদানের উত্তরসূরি হয়ে রিয়ালেও ভালো সময় কাটেনি লোপেতেগির। দায়িত্ব নেওয়ার পর প্রথম ৬ ম্যাচের ৫টি জিতলেও পরের ৭ ম্যাচ জয়ের মুখ দেখেনি তার দল। বার্সেলোনায় এল ক্লাসিকোতে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর চাকরিই হারাতে হলো।

লোপেতেগি বলেছেন, ‘আমাদের ‍শুরুটা ভালো ছিল। দল ভালো খেলছিল। কিন্তু তারপর বাজে তিনটি সপ্তাহ গেল। আমরা নিশ্চিত ছিলাম যে ওই পরিস্থিতি ঠিক কাটিয়ে উঠতাম। কিন্তু সময় পেলাম না। নতুন কোচ (সান্তিয়াগো সোলারি), তার স্টাফ ও খেলোয়াড়দের প্রতি আমার শ্রদ্ধা এখনও আছে। রিয়ালকে নিয়ে একটিও বাজে কথা বলিনি। এই ক্লাবে যে কোনও কোচের জন্য কোচিং করানো অসাধারণ অভিজ্ঞতা।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে