X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘সাকিব ফিরলেই দলের ভারসাম্য ঠিক হয়ে যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

আঙুলের ইনজুরিতে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না সাকিব নিউজিল্যান্ডের কন্ডিশন এমনিতেই অতিথি দলের জন্য কঠিন। বাংলাদেশের জন্য সেটা আরও কঠিন হয়ে গেছে সাকিব আল হাসান না থাকায়। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, সাকিব ফিরলেই পাল্টে পাবে বাংলাদেশ দলের চেহারা।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। বিপিএলের ফাইনালে আঙুলে ব্যথা পাওয়া সাকিব প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন তো? টাইগার ভক্তরা মনে-প্রাণে সেই প্রার্থনাই করছেন।

সুজনের দৃঢ় বিশ্বাস, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ফিরলে বাংলাদেশ ‍ঘুরে দাঁড়াবে। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘উপমহাদেশের দলগুলোর জন্য নিউজিল্যান্ড সফর সব সময়ই কঠিন। তবে আমি মনে করি দলের ছেলেরা ঠিক পথেই আছে। সাকিব না থাকলে দলের কম্বিনেশন ঠিক করতে একটু সমস্যা হয়। আমাদের তো সাকিবের মানের আর কোনও অলরাউন্ডার নেই। তবে সে ফিরে এলে দলের ভারসাম্য ঠিক হয়ে যাবে।’

প্রথম দুটি ওয়ানডেতে একাদশে ছিলেন না রুবেল হোসেন। তবে সুজনের ধারণা, গতির কারণে নিউজিল্যান্ডে সাফল্য পাবেন রুবেল, ‘নিউজিল্যান্ডের পেসাররা ঘণ্টায় ১৪০ কিলোমিটারের কাছাকাছি বল করে। আমাদের দলে তেমন গতির বোলার নেই। তবে আমরা রুবেলকে মিস করছি, দল ওর পেসটা মিস করছে।’

জাতীয় দলের সাবেক ম্যানেজারের আশা, শেষ ওয়ানডেতে ব্যাটসম্যানরা হতাশ করবে না বাংলাদেশকে, ‘আমাদের টপ অর্ডার দুই ম্যাচেই ভালো ব্যাট করেনি। মিডল অর্ডার যেভাবে কামব্যাক করেছে সেটা অবশ্য ইতিবাচক। এখন টপ অর্ডারকেও কামব্যাক করতে হবে।’

আগামী বুধবার শেষ ওয়ানডেতে মাশরাফির দলকে সুজনের পরামর্শ, ‘যেহেতু সিরিজ হেরে গেছি, তাই আমাদের হারানোর কিছু নেই। আমাদের শুধু সামর্থ্য অনুযায়ী ভালো খেলার চেষ্টা করতে হবে। আশা করি, শেষ ওয়ানডেতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।’

ছবি: সাজ্জাদ হোসেন

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?