X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জার্মানির সঙ্গে ড্রয়ে খুশি আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১৬:১২আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৬:১২

লিওনেল স্কালোনি আক্রমণভাগে ছিলেন না লিওনেল মেসি। জায়গা হয়নি দুই তারকা আনহেল দি মারিয়া ও সের্হিয়ো আগুয়েরোর। তাদের অভাব আর্জেন্টিনা টের পেয়েছিল প্রথমার্ধে অদম্য জার্মানির কাছে ২-০ গোলে পিছিয়ে পড়ে। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা লুকাস আলারিও ও লুকাস ওকামপোসের গোলে। জার্মানিতে ২-২ গোলের এই ড্রকে তার আর্জেন্টিনার ‘সেরা পারফরম্যান্স’ বললেন কোচ লিওনেল স্কালোনি।

রাশিয়া বিশ্বকাপে হতাশার পর গত বছরের আগস্টে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেন সেভিয়ার সাবেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কালোনি। কোপা আমেরিকার আগে তাকে স্থায়ী করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার অধীনে আর্জেন্টিনা ১৯ ম্যাচে জিতেছে ১১টি, চারটি করে ড্র ও হার। এই সময়ে বুধবার ডর্টমুন্ডের মাঠে ২-২ গোলে ড্রয়ের পারফরম্যান্সকে এগিয়ে রাখলেন ৪১ বছর বয়সী কোচ।

জার্মানির বিপক্ষে ২২ মিনিটে দুটি গোল হজম করে ম্যাচ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর্জেন্টিনার। কিন্তু দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে জার্মানদের হতাশ করে তারা। এই দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী স্কালোনি। এটাই কি তার মেয়াদে দলের সেরা পারফরম্যান্স প্রশ্নে তার জবাব, ‘প্রতিপক্ষ বিবেচনায় সম্ভবত, হ্যাঁ। আগেও আমরা দারুণ কয়েকটি ম্যাচ খেলেছি। কিন্তু এই ম্যাচে আমাদের মনোভাব ছিল দুর্দান্ত।’

দলের হার না মানার মানসিকতায় মুগ্ধ আর্জেন্টিনার কোচ, ‘পারফরম্যান্সের বাইরে নজর কেড়েছে তাদের গোল করার তীব্র বাসনা এবং হাল ছেড়ে না দেওয়া। দ্বিতীয়ার্ধে এটাই ছিল আমাদের দলের দারুণ একটা ব্যাপার। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ কঠিন হয়ে গিয়েছিল। আমাদের জন্য হতাশায় শেষ হতে পারতো। প্রথমার্ধে আমরা নিজেদের মতো করে খেলতে পারিনি, দ্বিতীয়ার্ধে খেলেছি।’

ভুলগুলো শুধরে নেওয়ার কথা বললেন স্কালোনি, ‘কিছু ভুল ছিল, ওগুলো শুধরে নিতে হবে। এই ভুলগুলো ছাড়া পারফরম্যান্স খারাপ ছিল না। ভালোগুলো বেছে নিয়ে খারাপ দিকগুলো সংশোধন করতে হবে এখন থেকে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
এই ৫ কথা প্রকাশ্যে না আনাই ভালো
এই ৫ কথা প্রকাশ্যে না আনাই ভালো
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৯ জুলাই
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৯ জুলাই
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?