X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ক্লাসিকোর ভেন্যু পাল্টানোর অনুরোধ লা লিগার

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ২০:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২২:১১

ন্যু ক্যাম্পে এবারের ক্লাসিকো নিয়ে অনিশ্চয়তা বাড়ছে স্পেনের সায়ত্ত্বশাসিত অঞ্চল কাতালুনিয়ার স্বাধীনতাকামী ৯ নেতার কারাদণ্ডে ফুঁসছে বার্সেলোনা। শহরে স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে শঙ্কায় পড়েছে ন্যু ক্যাম্পে ২৬ অক্টোবর হতে যাওয়া মৌসুমের প্রথম এল ক্লাসিকো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াই বাধাবিঘ্ন ছাড়া আয়োজনে ভেন্যু পাল্টানোর অনুরোধ করেছে লা লিগা।

এই অনুরোধে বিস্মিত রিয়াল। একাধিক সূত্রে জানা গেছে, তারা ভেন্যু পাল্টাতে রাজি নয়। বার্সেলোনা সূত্র জানায়, তারা এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তনের কোনও অনুরোধ পায়নি। তবে ন্যু ক্যাম্পেই ম্যাচটি আয়োজন করার স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে তারা।

লা লিগার একজন মুখপাত্র বলেছেন, ‘আরএফইএফ (স্প্যানিশ ফুটবল ফেডারেশন) প্রতিযোগিতা কমিটিকে আমরা অনুরোধ করেছি একটি সভা ডাকতে এবং ক্লাসিকোর ভেন্যু পাল্টে মাদ্রিদে করতে। কারণ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ শহরের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে অবগত বার্সা, কিন্তু ক্লাসিকোর ভেন্যু পরিবর্তন কোনও সমাধান নয় বলে বিশ্বাস তাদের।

বার্সার এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএনএফসি ছেপেছে, ‘আমরা এখনও ধীরস্থির আছি এবং বিশ্বাস করি এই দ্বন্দ্বের বলি যেন না হয় একটি ফুটবল ম্যাচ। এই ম্যাচের জন্য প্রত্যেকে অপেক্ষা করছে এবং ক্লাবের উচিত দায়িত্বশীলতার পরিচয় দেওয়া।’

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে রেখেছে, এল প্রাত বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়েছে তাদের। বেশ কয়েকটি জায়গায় রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকো হতে আর বাকি ১০ দিন। এই সময়ের মধ্যে অস্থিরতার শেষ হবে, আশাবাদী বার্সেলোনা ফুটবল ক্লাব। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া