X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘এ বছরের ব্যালন ডি’অরের যোগ্য আমি নই’

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৯, ১৯:৫২আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:১৫

কাইলিয়ান এমবাপে বাস্তবে থাকছেন কাইলিয়ান এমবাপে। চলতি বছরে প্যারিস সেন্ত জার্মেইয়ের সাফল্যে চোখ রেখে ব্যালন ডি’অরের দৌড় থেকে নিজেকে সরিয়ে রাখছেন এই ফরোয়ার্ড। এমবাপের মতে, এ বছরের ব্যালন ডি’অর জেতার যোগ্য তিনি নন।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৯ গোল করেছিলেন এমবাপে। যদিও ‍দলীয় সাফল্য খুব একটা আসেনি। আরও একবার ফরাসি ক্লাবটি হতাশ হয়েছে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান ট্রফি জেতার জন্য তারা মোটা অঙ্কের অর্থ দিয়ে দল সাজালেও গত মৌসুমেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় প্যারিসের ক্লাবটিকে। তাছাড়া ঘরোয়া দুই প্রতিযোগিতা ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপেও ব্যর্থ হয়েছে পিএসজি।

সাফল্য এসেছে কেবল ফরাসি লিগ ওয়ানে। কিন্তু সেটা ব্যালন ডি’অর জেতার জন্য যথেষ্ট মনে করছেন না এমবাপে। যে কারণে ২ ডিসেম্বর প্যারিসে হতে যাওয়া ব্যালন ডি’অর অনুষ্ঠানে ‘সোনার বল’ হাতে তোলার সম্ভাবনা দেখছেন না তিনি। বরং ফ্রান্স জাতীয় দলের এই তরুণ এগিয়ে রাখছেন লিওনেল মেসি, ভার্জিল ফন ডাইক ও ক্রিস্তিয়ানো রোনালদোকে।

২০১৮ সালের ব্যালন ডি’অরে চতুর্থ হওয়া এমবাপে বলেছেন, “এ বছর (জিতবো কিনা)? আমাকে অবশ্যই বাস্তববাদী হতে হবে, এবার আমি এটার (ব্যালন ডি’অর) যোগ্য নই। অনেক খেলোয়াড় আছে, যারা অনেক ভালো করেছে। পিএসজির সঙ্গে আমরা ঘরোয়া সব ট্রফিই জিততে পারিনি। চ্যাম্পিয়নস লিগেও আমরা হতাশ হয়েছি। হ্যাঁ, ব্যক্তিগত জায়গা থেকে আমি অনেক ট্রফিই জিততে পারি, কিন্তু ফুটবল তো আর একা একা খেলা যায় না।”

এবার নিজেকে সরিয়ে রাখলেও ব্যালন ডি’অর জেতার আশা হারাচ্ছেন না ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। একদিন ‘সোনার বল’ হাতে আসবেই, আর সেজন্য তাড়াহুড়ো নেই এমবাপের। ২০ বছর বয়সী ফরোয়ার্ডের বক্তব্য, “ব্যালন ডি’অর জেতার জন্য আমার হাতে সময় আছে। আমার কোনও তাড়াহুড়ো নেই, এটা এমন কিছু নয় যে আমাকে সবসময় নাড়া দেয়।”

চ্যাম্পিয়নস লিগের কঠিন লড়াইয়ে আজ (মঙ্গলবার) রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে এমবাপের পিএসজি। সামনের বছরের ব্যালন ডি’অরের দৌড়ে থাকতে এই ম্যাচটিও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ