X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তবুও পিছিয়ে বাংলাদেশ, সাদ ‘নাম্বার নাইন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৮:০৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:১২

তবুও পিছিয়ে বাংলাদেশ, সাদ ‘নাম্বার নাইন’ ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ফিলিস্তিনকে মাঠে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধে যদিও পিছিয়ে আছেন জামাল ভূঁইয়ারা, কিন্তু গোলের বেশ কয়েকটি সুযোগ তারা পেয়েছিলেন। ২৮ মিনিটের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশকে আগের সেই ৪-১-৪-১ ছকেই খেলাচ্ছেন কোচ জেমি ডে। এই ম্যাচে নাম্বার নাইন হিসেবে খেলেছেন সাদ উদ্দিন। এ ছাড়া তিনটি পরিবর্তন হয়েছে একাদশে। ডিফেন্ডার রিয়াদুল হাসান, উইঙ্গার বিপলু আহমেদ ও নাবীব নেওয়াজ জীবন নেই। তাদের জায়গায় ডিফেন্ডার তপু বর্মণ, মিডফিল্ডার মামুনুল ইসলাম ও ফরোয়ার্ড মতিন মিয়া সুযোগ পেয়েছেন।

ফিলিস্তিন ৪-২-৩-১ ফর্মেশনে খেলছে। তবে তাদের খেলায় সেই চেনা ধার যেন নেই। বাংলাদেশ শুরু থেকে আক্রমণে যায়। ৯ মিনিটে মামুনুলের ফ্রি-কিক বিপদমুক্ত করেন ডিফেন্ডাররা। ২২ মিনিটে সাদ উদ্দিনের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

ধারার বিপরীতে ২৮ মিনিটে গোল খেয়েছে বাংলাদেশ। প্রতি আক্রমণ থেকে মোহাম্মদ দারিয়াসের ডিফেন্সচেরা পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোলকিপার আশরাফুল ইসলাম রানাকে একা পেয়ে ডান পায়ের নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন খালেদ সালেম।

এক গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। ৩২ মিনিটে মামুনুলের কর্নারের শট গোলকিপার ফিরিয়ে দেন। একটু পর রায়হানের লম্বা থ্রো-ইন থেকে এক ডিফেন্ডারের মাথা হয়ে দূরে থাকা তপু বর্মণ হেড নিলেও তা সাইড বারের পাশ দিয়ে যায়। প্রথমার্ধের শেষের দিকে ফিলিস্তিন ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি।

বাংলাদেশ দল: আশরাফুল রানা, রায়হান হাসান, রহমত মিয়া, তপু বর্মণ, ইয়াসিন খান, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সাদ উদ্দিন, মতিন মিয়া, সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ