X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ম্যানইউয়ের সঙ্গে ড্র করে ভিএআরে অসন্তুষ্ট মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২০, ১১:৫৩আপডেট : ২০ জুন ২০২০, ১২:০৩

টটেনহাম কোচ জোসে মরিনহো। ছবি: রয়টার্স সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কিনা, এই লড়াই চলছে টটেনহাম-ম্যানচেস্টার ইউনাইটেডের। টটেনহাম স্টেডিয়ামে দল দুটির মুখোমুখি লড়াইয়েও মিশে ছিল এই সমীকরণ। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় স্বাগতিকদের শেষ চারে থাকার সম্ভাবনা ফিকে হয়ে গেছে, বিপরীতে প্রতিপক্ষের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরে উজ্জ্বল হয়েছে ম্যানইউয়ের সম্ভাবনা।

টটেনহামের জন্য ম্যাচটি ছিল বেশি গুরুত্বপূর্ণ। একে ঘরের মাঠে, এর ওপর আবার পয়েন্ট টেবিলে পড়ে আছে তারা আট নম্বরে। জিতলেই সুযোগ ছিল ছয় নম্বরে উঠে আসার। কিন্তু ড্র করায় ৩০ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে থাকতে হলো আগে অষ্টম স্থানেই। অন্যদিকে ৪৬ পয়েন্ট নিয়ে আগের পঞ্চম স্থানেই আছে ম্যানইউ।

অথচ নিজেদের মাঠে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার পথেই এগিয়ে যাচ্ছিল টটেনহাম। ২৭ মিনিটে স্টিভেন বার্গিনের চমৎকার গোলে এগিয়ে গিয়েছিল স্পাররা। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় ক্ষীপ্রগতিতে বক্সে ঢুকে পড়ে পা পায়ের জোরালো শট বল জড়িয়ে দেন জালে।

ওই গোলের লিড ধরে রেখেছিল টটেনহাম ৮১ মিনিট পর্যন্ত। এরপর আর আটকে রাখতে পারেনি ম্যানইউকে। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা পল পগবাকে নিজেদের সীমানায় ফাউল করে বসেন এরিক ডায়ার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গোল করতে কোনও অসুবিধাই হয়নি ব্রুনো ফের্নান্দেসের।

৯০ মিনিটে এই পর্তুগিজ মিডফিল্ডারের জন্য আরেকটি পেনাল্টির সুযোগ তৈরি হয়েছিল। ওই ডায়ারই আবার বক্সের ভেতর ফের্নান্দেসকে ফাউল করলে রেফারি জোনাথান মস বাজান পেনাল্টির বাঁশি। যদিও ভিএআরে বাতিল হয়ে যায় তার সিদ্ধান্ত।

এরপরও এই প্রযুক্তির ওপর সন্তুষ্ট নন টটেনহাম কোচ জোসে মরিনিয়ো। ড্র নিয়ে মাঠ ছাড়ার পর রেফারিং ও ভিএআরের সমালোচনা করেছেন পর্তুগিজ কোচ। তার মতে, প্রথম পেনাল্টির সিদ্ধান্তও সঠিক ছিল না। ডায়ারের করা ফাউলটি পেনাল্টির মতো গুরুতর কিছু ছিল না বলে মনে করেন তিনি।

স্কাই স্পোর্টসকে মরিনিয়ো বলেছেন, ‘ম্যাচটি ঠিকমতো পরিচালনা করা হয়নি। আমি ওই (প্রথম) পেনাল্টি নিয়ে খুশি নই এবং দ্বিতীয় পেনাল্টি নিয়েও অসন্তুষ্ট। ভিএআর নিয়ে আমি অসন্তুষ্ট। রেফারি ভুল করতে পারে, কিন্তু ভিএআর তো তার কাজ করবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!