X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেলো আফ্রিকান নেশন্স কাপও

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২০, ২৩:১৭আপডেট : ৩০ জুন ২০২০, ২৩:১৮

২০১৯ সালে নেশন্স কাপের সবশেষ আসরে শিরোপা জিতেছিল আলজেরিয়া। ছবি: রয়টার্স পিছিয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, স্থগিত করা হয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকাও। দুটো প্রতিযোগিতাই হওয়ার কথা ছিল এ বছরের জুন-জুলাইয়ে। তবে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আফ্রিকান নেশন্স কাপের সূচি সামনের বছরের জানুয়ারিতে। হাতে যথেষ্ট সময়ও আছে। এরপরও করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখনই ২০২১ সালের প্রতিযোগিতাটি পিছিয়ে নেওয়া হলো। একবছর পিছিয়ে ২০২২ সালের জানুয়ারিতে হবে নেশন্স কাপ।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। সংস্থাটির নির্বাহী কমিটির বৈঠকে নেশন্স কাপ ১২ মাস পিছিয়ে দেওয়াকেই যৌক্তিক মনে করা হয়েছে। ছেলেদের প্রতিযোগিতা তবু পিছিয়ে গেছে, মেয়েদের নেশন্স কাপ তো বাতিলই করে দেওয়া হয়েছে!

ছেলেদের প্রতিযোগিতার ৩৩তম আসরের আয়োজক ক্যামেরুন। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি শুরুর কথা ছিল নেশন্স কাপ। কিন্তু করোনার কারণে একবছর পিছিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে সিএএফ জানিয়েছে, ‘শেয়ারহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং বিশ্বের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রতিযোগিতাটির নতুন সূচি করা হয়েছে ২০২২ সালের জানুয়ারি।’ কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে পরবর্তীতে জানানোর কথা বলা হয়েছে বিবৃতির পরের অংশে। তাছাড়া বাকি থাকা বাছাইয়ের ম্যাচগুলোর ব্যাপারেও পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৩ সালেও আছে নেশন্স কাপ। আগামী বছরের প্রতিযোগিতাটি পিছিয়ে যাওয়ায় আইভরি কোস্টের ৩৪তম আসরও পেছানো হবে কিনা, এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি সিএএফ। যদি আইভরি কোস্টের প্রতিযোগিতাটি পিছিয়ে না যায়, তাহলে পরপর দুই বছর হবে দুটি নেশন্স কাপ।

আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন আলজেরিয়া। ২০১৯ সালে কায়রোর ফাইনালে সেনেগালকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার প্রতিযোগিতাটির শিরোপা জেতে তারা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
চীনে সড়ক ধসে নিহত ১৯
চীনে সড়ক ধসে নিহত ১৯
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার