X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আরামবাগকে মোহামেডানের ৩ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ২২:৫১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২৩:১৫

ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং। তবে প্রিমিয়ার লিগে তাদের শুরুটা হয়েছে আশা জাগানিয়া। প্রথম ম্যাচে জয় এসেছে অনায়াসে। রবিবার শন লেনের দল ৩-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে ছিল মোহামেডানের একচেটিয়া প্রাধান্য। আক্রমণও হয়েছে মুহুর্মুহু। তবে এই অর্ধে দুই গোলের বেশি আসেনি।

জাফর ইকবাল ও মালির সোলেমানে দিয়াবাতের রসায়নও ছিল দেখার মতো। ম্যাচের ৭ মিনিটে প্রথম আক্রমণে যায় মোহামেডান। তবে জাফর ইকবালের ক্রসে সোলেমানে দিয়াবাতের প্রচেষ্টা রুখে দেন গোলকিপার আবুল কাশেম মিলন।

তিন মিনিট পর দিয়াবাতের আরও একটি শট গোলকিপার রুখে দেন। ১১ মিনিটে আমিনুর রহমান সজীবের নিচু ক্রসে দিয়াবাতের প্রচেষ্টা ব্যর্থ হলে গোল পাওয়া হয়নি।

তবে ১৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মোহামেডান। জাফর ইকবালের ক্রস থেকে দিয়াবাতের হেড জাল খুঁজে নেয়, ১-০।

৩০ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ হয় মোহামেডানের। আতিকুজ্জামানের স্কয়ার পাস থেকে নাইজেরিয়ান মিডফিল্ডার আবিওলা নুরাত কাছের পোস্ট দিয়ে গোল করেন, ২-০।

দুই গোলে এগিয়ে থেকে মোহামেডান বিরতি পরও আক্রমণ অব্যাহত রাখে। ৪৬ মিনিটে ব্যবধান ৩-০ করে আরামবাগকে আরও কোণঠাসা করে ফেলে। রাকিব খান ইভানের পাসে বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আমিনুর রহমান সজীব ডান পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করেন তিন-শূন্যে।

তিন গোলে পিছিয়ে থেকে আরামবাগ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৭৭ মিনিটে পেনাল্টিও পায় সুব্রত ভট্টাচার্যের দল। কিন্তু পেনাল্টি থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা ক্রিস্টোফার বাইরে মেরে সুযোগ নষ্ট করে গোল শোধ করতে ব্যর্থ হন।

৮২ মিনিটে চিজোবার আরও একটি জোরালো শট গোলকিপার তালুবন্দি করলে আরামবাগের আর গোল পাওয়া হয়নি। শেষ পর্যন্ত মোহামেডান ৩ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

আগামীকালের খেলা: চট্টগ্রাম আবাহনী বনাম শেখ জামাল, বিকেল ৪টায়।

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

/টিএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ