X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তিন ম্যাচ পর রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১১:২২আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১১:৩০

গত সপ্তাহটা পুরোপুরি ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ। হেরে দুটি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। সবচেয়ে বেশি বিঁধেছে কোপা দেল রেতে তৃতীয় বিভাগের দল আলকোয়ানোর সঙ্গে হার। সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর রসদ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় আলাভেসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে তুলে নিয়েছে অসাধারণ এক জয়। যে জয়টি এলো তিন ম্যাচ পর।

একই সঙ্গে এই জয়টা আবার পয়েন্ট টেবিলে দুইয়েও তুলেছে লস ব্লাঙ্কোসদের। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদ ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই।

রিয়াল মাদ্রিদের যে পুরো সপ্তাহটি ভালো যায়নি, সেটি বলতেই হবে। তাদের হারের সঙ্গে যোগ হয়েছিল কোচ জিদানের করোনা পজিটিভ হওয়ার খবর। যে কারণে আলাভাসের বিপক্ষে দলের সঙ্গে যেতেই পারেননি। তাই সব মিলে তাদের পরিস্থিতিটা কোণঠাসাই ছিল। তবে খেলা শুরু হলে ভিন্ন এক রিয়ালকেই মাঠে চোখে পড়েছে। ১৫ মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন কাসেমিরো। কর্নার কিক থেকে পাওয়া বলে হেড করেছিলেন।

বিরতির আগে ব্যবধান বাড়িয়ে নেন বেনজিমা। ৪১ মিনিটে হ্যাজার্ডের ফ্লিক থেকে মিলিত ভূমিকাতে আসে দ্বিতীয় গোল। ৪৫+১ মিনিটে স্কোর ৩-০ করেন হ্যাজার্ড। এই মৌসুমে দ্বিতীয়বারের মতো গোল পেলেন হ্যাজার্ড-বেনজিমা দুজনেই।

বিরতির পর ঘণ্টা খানেকের মাথায় একটি গোল শোধ দিয়েছিল আলাভেস। কিন্তু এর পর আর জাল কাঁপাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ৭০ মিনিটে আবার দ্বিতীয় গোল তুলে রিয়ালের জয় সুনিশ্চিত করেছেন বেনজিমা। প্রতিআক্রমণে বাম প্রান্ত থকে কাট করে ডান পায়ের শটে জালে বল পাঠান তিনি। এমন শট রুখে দেওয়ার সুযোগ ছিল না আলাভেস গোলকিপার ফার্নান্ডো পাচেওর পক্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই