X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আবাহনীর লম্বা থ্রো-ইনে সতর্ক মোহামেডান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৪

রায়হান হাসানের ‘ট্রেডমার্ক’ লম্বা থ্রো-ইনে প্রতিপক্ষ যে কোনও সময় ধরাশায়ী হতে পারে। যার সাহায্যে ফেডারেশন কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে উড়িয়ে দিয়েছিল আবাহনী লিমিটেড। এবারও লম্বা থ্রো-ইন কিংবা সেট পিস থেকে মারিও লেমসের দল প্রতিপক্ষকে কুপোকাত করতে চাইছে। ফলে মুখোমুখি হওয়ার আগে সতর্ক থাকতে হচ্ছে শন লেনের দলকে। তাই আবাহনী-মোহামেডান লড়াইয়ে আবারও আলোচনায় সেই লম্বা থ্রো-ইন কিংবা সেটপিস!

প্রিমিয়ার ফুটবলে লিগে কাল বৃহস্পতিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবারও মুখোমুখি হতে যাচ্ছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৩টায়।

২০১৬ সালে প্রিমিয়ার লিগে প্রথমবার ঢাকার বাইরে গোপালগঞ্জে খেলেছিল দুই সমর্থকপুষ্ট দল। এবার সাদা-কালোদের হোমভেন্যু হয়েছে কুমিল্লায়। তাই দীর্ঘদিন পর ঢাকার বাইরের এই ম্যাচকে সামনে রেখে দুই দলই বেশ সতর্ক।

এই ম্যাচের আগে আবাহনী লিগে তিন ম্যাচের তিনটিতে জিতে রেখেছে। আর মোহামেডানের সমান ম্যাচে সংগ্রহ চার পয়েন্ট। আবার এই ম্যাচের আগে আকাশি-নীল শিবিরে হানা দিয়েছে চোটও। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অগাস্তো ও অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন খেলতে পারছেন না।

তবে চোট থাকলেও মোহামেডানের বিপক্ষে লড়াই করার জন্য প্রস্তুত আবাহনী। তাদের পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘আমরা জেতার জন্য মাঠে নামবো। ফেডারেশন কাপে জিতেছিলাম। সেই জয়ের ধারা এই ম্যাচেও রাখতে চাই।’

সবশেষ পরিত্যক্ত হওয়া লিগে মোহামেডানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী। সেই ম্যাচের স্মৃতিচারণ করে লেমসের মন্তব্য, ‘এই ম্যাচটি আমাদের জন্য অন্যরকম। দলে যা শক্তি আছে, তাতে করে জেতা সম্ভব। শুধু আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে।’

সাদা-কালো শিবিরে কয়েকজনেরর হালকা চোট থাকলেও শন লেন তাতে সমস্যা দেখছেন না। আবাহনীর লম্বা থ্রো কিংবা সেট পিস থেকে এবার আরও সতর্ক থাকতে চান তারা। লেনের কথাতেই তা পরিষ্কার, ‘ফেডারেশন কাপে সেটপিস থেকে গোল খেতে হয়েছিল। আমাদের নিজেদেরও ভুল ছিল। এবার তা হতে দিতে চাই না। ঐতিহ্যের লড়াইয়ে জিততে চাই। আমরা জেতার জন্য প্রস্তুত।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ