X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১১ পয়েন্ট পেলেই শিরোপা ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২১, ১৩:৫৯আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৩:৫৯

দেখতে দেখতে শিরোপা জয়ের কাছেই চলে এসেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১৭। এর ফলে আর মাত্র ১১ পয়েন্ট পেলেই চার বছরে তৃতীয় শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার শিষ্যরা।

শুরুর ৫ মিনিটেই গোল উৎসবে মেতেছিল ম্যানসিটি। কিন্তু সের্হিয়ো আগুয়েরো অফসাইড পজিশনে থাকায় বাতিল করা হয় সেই গোল। ২৩ মিনিটেও গোলের কাছে ছিলেন কেভিন ডি ব্রুইনা। তার নেওয়া ফ্রি কিক গিয়ে লেগেছে ক্রসবারে।

টানা আধিপত্য বিস্তার করে খেলা সিটি বার বার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছিল বার বার। শেষ পর্যন্ত সিটি গোল পায় ৫৮ মিনিটে। লুজ বল পেয়ে বাঁকানো শটে স্কোর করেন ১-০ বেঞ্জামিন মেন্ডি। ৭৪ মিনিটে স্কোর ২-০ করেন জেসুস।

টেবিলে এখন ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে পাঁচে উঠেছে লিভারপুল।

এদিকে সিরি আ’য় জুভেন্টাসকে আবারও হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তোরিনোর সঙ্গে তারা ড্র করেছে ২-২ গোলে।

অবশ্য এই ম্যাচের পূর্বে চাপেই ছিলেন জুভেন্টাস কোচ পিরলো। আন্তর্জাতিক বিরতির আগে জুভেন্টাস ১-০ গোলে হেরে গিয়েছিল বেনেভেন্তোর কাছে। তাই এই ম্যাচে আগুনে পারফরম্যান্সই প্রয়োজন ছিল। শুরুতে তার প্রমাণও দেয় তারা। ১৩ মিনিটে ফেডেরিকো চেইসার গোলে স্কোর দাঁড়ায় ১-০। কিন্তু ২৭ মিনিটে তোরিনো সমতা ফেরায় সানাবারিয়ার গোলে।

৪৬ মিনিটে স্কোর ২-১ করে জুভেন্টাসকে হারের লজ্জার মুখেই ফেলে দেয় তারা। ৭৯ মিনিটে তাদের ত্রাতা হয়ে বাঁচিয়েছেন রোনালদো। অবশ্য রোনালদোর হেডটিতে শুরুতে অফসাইডের পতাকা উঠেছিল। কিন্তু ভার রিভিউয়ের পর স্বস্তি ফিরে পায় জুভেন্টাস শিবির।

ড্রয়ের ফলে ৫৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে জুভেন্টাস। পাঁচে থাকা নাপোলিরও সমান পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস