X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনামুক্ত মেসি, ফিরেছেন প্যারিসে

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১৯:৪১আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৪

বড়দিনের ছুটিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন লিওনেল মেসি। পরিবারের সঙ্গে উদযাপন করেছেন বড়দিন। ‍এই উৎসবের মাঝেই ‍আসে তার করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর। বিশ্বজুড়ে তার কোটিভক্তের মনে জন্মে শঙ্কায় মেঘ। খুশির খবর হলো, আর্জেন্টাইন সুপারস্টার করোনামুক্ত হয়েছেন। এরই মধ্যে ফিরেছেন প্যারিসে।

এক বিবৃতিতে তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ত জার্মেই বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে জানানো হয়েছে ‘সামনের কয়েকদিনের মধ্যে’ অনুশীলনে ফিরতে যাচ্ছেন মেসি। পিএসজি বিবৃতিতে জানিয়েছে, ‘পরীক্ষায় লিওনেল মেসি কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন। তিনি প্যারিসে ফিরেছেন এবং সামনের কয়েকদিনের মধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।’

গত সপ্তাহে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। যে কারণে নির্ধারিত সময়ে ফিরতে পারেননি প্যারিসে। মিস করেন সোমবারের ফরাসি কাপের ম্যাচ। যদিও তাকে ছাড়াই ভানেসের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে পিএসজি।

করোনা নেগেটিভ হয়ে মেসি প্যারিসে ফিরলেও শীতকালীন বিরতি শেষে পিএসজির প্রথম লিগ ওয়ান ম্যাচে খেলতে পারবেন কিনা, এ ব্যাপারে কিছু বলা হয়নি বিবৃতিতে। আগামী রবিবার অলিম্পিক লিওঁর বিপক্ষে লিগের ম্যাচে নামবে প্যারিসের ক্লাবটি।

গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান মেসি। ফ্রি ট্রান্সফারে প্যারিসের ক্লাবে যোগ দিয়ে কঠিন সময় পার করছেন তিনি। মাঝেমধ্যে জ্বলে ‍উঠছেন, তবে ধারাবাহিক মেসির ছাপ এখনও পাওয়া যায়নি ফ্রান্সে। বিশেষ করে, লিগ ম্যাচে ভীষণ সংগ্রাম করতে হচ্ছে তাকে। লিগ ওয়ানের ১১ ম্যাচে তার গোল মাত্র একটি!

/কেআর/
সম্পর্কিত
বিশ্বকাপ না জিতলে আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম: মেসি
মেসির মতো ডি মারিয়াকেও প্রাণনাশের হুমকি
মেসিকে ছাড়া বিধ্বস্ত হওয়ার পর ক্ষিপ্ত মায়ামি কোচ
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!