X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে যা বললেন স্প্যানিশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ২০:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২০:১৩

বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ৩৭ বছর বয়সী কোচ প্রথমবার কোনও জাতীয় দলের দায়িত্ব নিলেন। আর এই দায়িত্বকে ‘বিউটিফুল চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন তিনি। ভারতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে লড়াকু দল হিসেবে তৈরি করার অভিপ্রায় এই স্প্যানিশ কোচের। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর আজ (বুধবার) প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।

কাবরেরা পেশাদার ফুটবলে ২০০৪ সাল থেকে কাজ করছেন। তবে সবই ক্লাব পর্যায়ে। এই প্রথম জাতীয় দলের দায়িত্ব তার কাঁধে। বাংলাদেশ দলকে দেওয়ার মতো ‘অনেক কিছু’ আছে বলে মনে করেন তিনি, ‘২০০৪ সাল থেকে পেশাদার ফুটবলে কাজ করছি। শুরুটা করেছিলাম ফুটবল অ্যানালিস্ট হিসেবে। এরপর বিভিন্ন হাই পারফরম্যান্স একাডেমি ও ভারতের পেশাদার ফুটবলে সিনিয়র দলগুলোর সঙ্গে কাজ করেছি। স্পেনেও কাজ করেছি। লা লিগার ভারতের প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলাম। আমি মনে করি, বাংলাদেশ দলকে দেওয়ার মতো অনেক কিছু আমার আছে। এই দলটায় তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়ের মিশেল আছে এবং তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

ভারতের কাজ করায় ভালোই অভিজ্ঞতা হয়েছে কাবরেরার। সেটা তুলে ধরে এই স্প্যানিশ কোচ বলেছেন, ‘যেহেতু ভারত, যুক্তরাষ্ট্রে লম্বা সময় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছি, বিশেষ করে ভারতে কাজ করেছি প্রায় আট বছর এবং এ কারণে আমি সাফ ফুটবল দেখার সুযোগ পেয়েছি। বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে বিশেষ করে যারা এএফসি কাপে খেলে, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস সম্পর্কেও জানি। তাই এখানে, এই অঞ্চলে আমি পুরোপুরি নতুন নই। ভারতে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা আশা করি বাংলাদেশে কাজে লাগবে।’

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন কাবরেরা, ‘আমি মনে করি, এটা আমার জন্য বিউটিফুল চ্যালেঞ্জ। আমার লক্ষ্য শুরু থেকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়া এবং এবং জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গে আলোচনা করে তাদের খেলার মানের উন্নতি এবং হাই পারফরম্যান্সের জন্য পরিবেশ তৈরি করা। আমরা সবাই মিলে পরিবেশটা তৈরি করবো এবং জাতীয় দলের সেরাটা বের করে আনার জন্য সম্মিলিতভাবে টেকনিক্যাল, স্কাউটিং, মেডিক্যালসহ বিভিন্ন দিক নিয়ে কাজ করবো।’

আগামী জুনে এশিয়ান কাপের বাছাই শুরু হবে। যদিও কাবরেরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাইছেন, ‘প্রথমত আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে এবং মার্চে (ফিফা প্রীতি ম্যাচ) দৃষ্টি দিতে হবে। সে সময় সব খেলোয়াড়কে আমি একসঙ্গে পাবো। তবে তার আগে আমাকে এখানকার ক্লাবগুলো, তাদের কোচ, অফিসিয়াল সম্পর্কে পরিষ্কারভাবে জানতে হবে এবং দেখতে হবে সেখানে ছেলেরা কীভাবে অনুশীলন করে এবং আমরা নতুন করে কী যোগ করতে পারি, সেটাও দেখতে হবে।’

বাংলাদেশকে লড়াকু দল হিসেবে গড়ে তোলার লক্ষ্য তার, ‘ফিফা উইন্ডোতে খেলোয়াড়দের একসঙ্গে ক্যাম্পে পাওয়া এবং তাদের পরিচর্যা করে একটা মানে উন্নিত করার চেষ্টা করবো, সেখানে যেন আমরা ফুটবলের উন্নয়নে কাজ করছি, তার ছাপ থাকে এবং এরপর আমরা জুনের ফিফা উইন্ডো নিয়ে ভাববো। আমি নিশ্চিত, আমরা লড়াকু দল হয়ে উঠবো এবং এটাই আমাদের লক্ষ্য।’

কাবরেরা নতুন কোচ হলেও বাংলাদেশের ঘরোয়া ফুটবল সম্পর্কে ধারণা আছে। বিশেষ করে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের খেলা দেখেছেন। এ নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, ‘স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের যে খেলা দেখেছি, তাতে আমি খুবই ইতিবাচক। সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের কিছু ম্যাচ দেখার সুযোগ হয়েছে, আমার মনে হয়েছে, দলে লড়াকু ফুটবলার আছে। ক্লাবগুলোতেও ভালো অনুশীলন সুবিধা পাচ্ছে। এখানকার লিগও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমি নিশ্চিত দলের মধ্যে লড়াইয়ের মানসিকতা আনতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া