X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

গোল করেই দর্শকদের জবাব দিলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৮

৬৩ মিনিট পর্যন্ত ভীষণ সংগ্রাম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তাও আবার নিজেদের মাঠ বার্নাব্যুতে! অবস্থা এমন দাঁড়ায়, স্বাগতিকদের খেলায় দর্শকরা অসন্তোষও প্রকাশ করে বসে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে মাত্র ২৭ মিনিটের খেলায় ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে।    

চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত জার্মেইর কাছে হারের পর পুরোপুরি নিষ্প্রভ মাদ্রিদের দেখা মিলেছে। উদ্যোমের এতই অভাব ছিল যে, প্রথমার্ধে পরিষ্কার কোনও সুযোগই তৈরি করতে পারেনি। বরং সফরকারী আলাভেস তাদের আগেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বক্সের কাছে ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেননি পিটার পনস।

রিয়ালের বাজে দশায় স্বাগতিক দর্শকরাও তিতি বিরক্ত হয়ে পড়েছিল। দলকে দুয়ো, শিস বাজানোসহ আপত্তিকর পরিস্থিতির মুখে ফেলে দেয় তারা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রিয়াল মাদ্রিদের হয়ে অবশেষে জবাবটা দেন আসেনসিও। ৬৩ মিনিটে অসাধারণ এক গোলের পর দর্শকদের ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন, এভাবে সমালোচনা না করে দলের পাশে থাকতে।

এর পর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। ৮০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন ভিনিসিয়ুস ‍জুনিয়র। ৯০+১ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ৩-০ করে মাঠ ছাড়েন করিম বেনজিমা।

বাজে একটি সপ্তাহ কাটানোর পর এই জয়টা স্বস্তি এনে দেওয়ার কথা রিয়ালের। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো তারা। দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে ব্যবধান বেড়ে থাকলো সাতে। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে ছয়ে।

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস