X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

থ্যাঙ্কগডও পারেননি হার এড়াতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২২, ১৮:৪০আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৮:৪০

চট্টগ্রাম আবাহনীকে ব্যাকফুটে ঠেলে দিতে সলোমন কিংয়ের দুটি গোলই যথেষ্ট ছিল শেখ জামালের। পরে গোল শোধে মরিয়া মারুফুল হকের দল পেনাল্টি থেকেও লক্ষ্যভেদ করতে পারেনি! এমনকি পিটার থ্যাঙ্কগড এক গোল শোধ দিলেও তা যথেষ্ট ছিল না। ফলে প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে প্রথম হারের তেতো স্বাদ দিয়েছে শেখ জামাল। তিনবারের লিগ চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচে খেলা জমে উঠে প্রথমার্ধেই।

ম্যাচ ঘড়ির ১১ মিনিটে প্রথম আক্রমণ শাণায় শেখ জামাল। কিন্তু রায়হান হাসানের লম্বা থ্রো-ইন থেকে সোলায়মান সিল্লাহর ব্যাক হেড গোললাইন থেকে ক্লিয়ার করে চট্টগ্রামকে ম্যাচে রাখেন কামরুল ইসলাম।

১৭ মিনিটে চট্টগ্রাম আবাহনীও চেষ্টা করেছিল। মনির হোসেনের ডান প্রান্তের ক্রসে পিটার থ্যাঙ্কগড হেড করলেও সেটি চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

অবশেষে ২৯ মিনিটে সফল হয় শেখ জামাল। দলটির অধিনায়ক সলোমন কিং প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোলকিপার আজাদ হোসেনকে পরাস্ত করলে স্কোরলাইন দাঁড়ায় ১-০।

বিরতির পর জাতীয় দলে খেলা রবিউল হাসান মাঠে নামেন চট্টগ্রাম আবাহনীর হয়ে। কিন্তু দ্বিতীয় গোল হজম করা থেকে দলকে রক্ষা করতে পারেননি।

শেখ জামাল ব্যবধান দ্বিগুণ করে ৬৮ মিনিটে। চিনেদু ম্যাথিউর নিচু ক্রসে সলোমন কিং পা চালালেও গোলকিপার শুয়ে পড়ে সেটি প্রতিহত করেছিলেন। কিন্তু বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় আবার ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন কিং।

এই দুই গোলে পিছিয়ে থেকে চট্টগ্রাম আবাহনী আপ্রাণ চেষ্টা করেছিল ম্যাচে ফিরতে। কিন্তু নিজেদের ভুলে সুযোগ হাতছাড়া করে তারা। ৭৫ মিনিটে আফগানিস্তানের ফরোয়ার্ড অমিত পোপালজাইকে বিপজ্জনক অঞ্চলে বাধা দিয়েছিলেন ওমর ফারুক। ফলশ্রুতিতে স্পট কিক থেকে পোপালজাই শট নিতে গিয়ে সেটি মেরে বসেন ক্রস বারের ওপর দিয়ে!

৮৩ মিনিটে অবশেষে পিটার থ্যাঙ্কগড এক গোল শোধ দিয়েছে ম্যাচে। কেইন্দা ইসার কাটব্যাক থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে জালে বল জড়িয়েছেন তিনি। কিন্তু শেষের দিকে চেষ্টা করেও আর বন্দরনগরীর দলটি ম্যাচে ফিরতে পারেনি। প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে মাঠ ছেড়ে ম্যাচ কমিশনারকে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় দলটির কোচ-কর্মকর্তাদের।

শেখ জামাল ৭ ম্যাচে চতুর্থ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে আগের ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জে দুই গোলে এগিয়ে থেকেও উত্তর বারিধারার কাছে ৩-২ গোলে হেরেছে শেখ রাসেল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
যে মন্ত্রে দেশের ফুটবলে পুলিশের সাফল্য
ব্রাজিল ও মালির স্ট্রাইকারের দাপটজয়ে লিগ শেষ মোহামেডানের
প্রথমবার দেশের শীর্ষ লিগ থেকে মুক্তিযোদ্ধার অবনমন
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!