X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দি মারিয়া-পিএসজির বিচ্ছেদ

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২২, ১৪:১৯আপডেট : ২১ মে ২০২২, ১৪:২৪

লিওনেল মেসি এসেছেন। আক্রমণভাগে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আর্জেন্টাইন তারকাই ভরসা। তাই ম্যাচের সংখ্যা কমে এসেছে আনহেল দি মারিয়ার। সুযোগ পেলেও নামতে হচ্ছে বদলি হিসেবে। এই উইঙ্গারের পিএসজি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। তাছাড়া চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বিচ্ছেদই হয়ে যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেই-দি মারিয়ার। আজ রাতে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন তারকা।

চলতি মৌসুম শেষেই বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে দি মারিয়ার। নতুন করে পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন হচ্ছে না তার। তাই শেষ হয়ে যাচ্ছে তার পিএসজি-অধ্যায়। তবে যাওয়ার আগে ফরাসি ক্লাবটির কিংবদন্তিদের একজন হয়ে বিদায় নিচ্ছেন এই আর্জেন্টাইন।

ম্যানচেস্টার ইউনাইটেডে খারাপ সময় যাওয়ায় অনেকেই দি মারিয়ার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে পিএসজিতে নাম লিখিয়ে নিজের সামর্থ্যের আরও বড় প্রমাণ রাখেন। ২০১৫ সালে প্যারিসের ক্লাবে যোগ দিয়ে কাটিয়েছেন সোনালি সময়। গোল করে, গোল করিয়ে অসংখ্য জয়ের কারিগর তিনি। তাতে এসেছে শিরোপার পর শিরোপা। পিএসজির জার্সিতে তার পাঁচ লিগ শিরোপার সঙ্গে সব মিলিয়ে আছে ১৮ ট্রফি জয়ের সুখস্মৃতি।

সাত বছর একসঙ্গে পথ চলে আজ রাতে শেষবার পিএসজির হয়ে মাঠে নামতে যাচ্ছেন দি মারিয়া। ফরাসি লিগ ওয়ানে মেসের বিপক্ষে খেলতে নামবেন শেষ ম্যাচ। তবে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলছেন, দি মারিয়া ক্লাব ও সমর্থকদের স্মৃতিতে আজীবন থাকবেন।

আর্জেন্টাইন উইঙ্গার প্রসঙ্গে পিএসজি সভাপতি বলেছেন, ‘এই ক্লাবে স্থায়ী ছাপ রেখে যাচ্ছেন আনহেল দি মারিয়া। নিষ্কলুষ মানসিকতার একজন হিসেবে তিনি ক্লাব সমর্থকদের স্মৃতিতে থাকবেন। এই ক্লাবের জার্সির প্রতি তার ছিল নিখুঁত নিবেদন।’

পিএসজি ক্যারিয়ার তো শেষ। ৩৪ বছর বয়সী দি মারিয়ার ভবিষ্যৎ ঠিকানা হচ্ছে কোথায়? ইউরোপিয়ান মিডিয়ায় জোর গুঞ্জন, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস হতে যাচ্ছে তার সম্ভাব্য গন্তব্য।

/কেআর/
সম্পর্কিত
সেমিতে সেই পিএসজি, আরও ভালোভাবে প্রস্তুত ডর্টমুন্ড
রাতে নামছে বার্সা-পিএসজি
পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুললেন এমবাপ্পে
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া